এক সময় দক্ষিণের ছবি দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার, আজ বলিউডে রাজত্ব করছেন এই ৬ অভিনেত্রী

বলিউডের(Bollywood) রাজত্ব করেন এমন অনেক সুন্দরীদের আমরা চিনি, জানি। আজ যে সমস্ত অভিনেত্রীরা বলিউডে রাজত্ব করছেন তাদের মধ্যে কিন্তু অনেক অভিনেত্রী এমন রয়েছেন যারা নিজেদেরকে ক্যারিয়ার শুরু করেছিলেন দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরে। চলুন আজ সেই বলিউড অভিনেত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে নিয়ে একটু আপনাদের।

Deepika Padukone

দীপিকা পাডুকোন(Deepika Padukone): নিঃসন্দেহে তিনি একজন সুন্দরী অভিনেত্রী। আজ একটি ছবিতে কাজ করার জন্য কয়েক কোটি টাকা পারিশ্রমিক নেন দীপিকা। কিন্তু আপনি কি জানেন দীপিকা ২০০৬ সালে কন্নড় ছবি ঐশ্বর্য নামক একটি সিনেমার হাত ধরে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন? ঐশ্বর্য সিনেমায় দীপিকা, দক্ষিণী অভিনেতা উপেন্দ্রর সঙ্গে কাজ করেছিলেন।

Katrina Kaif

ক্যাটরিনা কাইফ(Katrina Kaif): সালমান খানের ঘনিষ্ঠ বান্ধবী হওয়ার দরুন বলিউডে তেমন ভাবে সময় লাগেনি নিজের রাজত্ব প্রতিষ্ঠিত করতে। কিন্তু ২০০৩ সালে বুম, ২০০৪ সালের মালিশ্বরী নামে তেলেগু সিনেমার হাত ধরে ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।

আরো পড়ুন: মুসলিমদের থেকে কোটি টাকার অফার পেলেও নিজের প্রাণের থেকে প্রিয় ভেড়া ছাড়তে নারাজ হিন্দু মেষপালক

প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra): আজ যে অভিনেত্রী হলিউডের মাটিতে রাজত্ব করছেন তিনি একদিন বলিউডের মাটিতে রাজত্ব করে দিয়েছেন। ২০০৩ সালে সানি দেওলের বিপরীতে দ্যা হিরো: লাভ স্টোরি অফ এ স্পাই, সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন তিনি। কিন্তু আপনি হয়তো জানেন না ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম তিনি অভিনয় করেছিলেন তামিজাহান নামে একটি তামিল সিনেমাতে। এই সিনেমায় থালাপাতি বিজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা।

ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan): বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন প্রায় ২ দশক ধরে বলিউডে নিজের রাজত্ব বজায় রেখেছেন। তবে আপনারা হয়তো জানেন না তামিল সিনেমা ইরুভারের মাধ্যমে ১৯৯৭ সালে তিনি নিজের ফিল্ম ক্যারিয়ার শুরু করেন।

Kriti Sannon

কৃতি স্যানন(Kriti Sanon): সম্প্রতি আদিপুরুষ সিনেমায় অসাধারণ অভিনয় করে চর্চার শিরোনামে উঠে এসেছেন কৃতি। হিরোপন্তী সিনেমার মাধ্যমে বলিউডে পদার্পণ করেছিলেন প্রীতি কিন্তু তার প্রথম সিনেমা ছিল 1: নেনোকক্কাদিন, যেটি মুক্তি পায় ২০১৪ সালে।

আরো পড়ুন: ৮ রাত ৯ দিনের দুর্দান্ত প্যাকেজ, ভারত গৌরব টুরিস্ট ট্রেনে রাজকীয় ভ্রমণ! জানুন খরচসহ একাধিক তথ্য

দিশা পাটানি(Disha Patani): খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন দিশা। এম এস ধোনি স্টোরি, রীতিমতো দিশার দিশা ঘুরিয়ে দেয় বলিউডে। তবে দিশার প্রথম কাজ ছিল তেলেগু সিনেমা লোফার, যা মুক্তি পায় ২০১৫ সালে।