বাজার কাঁপাতে এবার আসতে চলেছে Nothing Phone ২ থাকবে দুর্দান্ত ক্যামেরা সহ একাধিক ফিচারস, জানুন দাম

এবার বাজারে চালু হতে চলেছে নাথিং ফোন ২ (Nothing Phone 2) নামক স্মার্টফোন। যদিও আনুষ্ঠানিক এখনো কোনো ঘোষণা করতে কিছুদিন বাকি রয়েছে, তবে নাথিং ফোন ২ নিয়ে তোলপাড় নেটদুনিয়া। মোবাইল প্রেমীদের এই ফোনের প্রথম ভার্সনের মতো এই নতুন ভার্সনও মাতিয়ে রেখেছে। এই ফোনের বেশ কিছু ফিচার্স ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। জানা যাচ্ছে যে, নাথিং ফোন ২এ ১২৮জিবি স্টোরেজ থাকবে না, বরং থাকবে ২৫৬জিবি এবং ৫১২জিবি ইন্টার্নাল স্টোরেজের বিকল্প। এই ফোনে পাওয়া যাবে ৮জিবি এবং ১২ জিবি র্যামের বিকল্প।

আরো পড়ুন: আদিপুরুষ’ সিনেমায় রামের চরিত্রে পরিচালক ওম রাউতের প্রথম পছন্দ ছিলেন না প্রভাস, ছিলেন বলিউডের এই সিক্স প্যাক অভিনেতা

চলতি বছরের ১১ই জুলাই অফিশিয়ালি চালু হবে নাথিং ফোন ২ (Nothing Phone 2)। কোম্পানী এই ফোন চালু হওয়ার পর ভারতে দ্রুত এই ফোনের বিক্রি শুরু করবে। কোম্পানীর সিইও কার্ল পেই ইতিপূর্বে ফোনের কিছু ঝলক দর্শকদের সামনে এনেছেন। আসলে নাথিং ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার ট্রান্সপেরেন্ট ডিজাইন। ফোনের পাশাপাশি যে টাইপ সি ইউএসবি (USB) কেবিল থাকবে, তাতেও নাকি ট্রান্সপেরেন্ট ডিজাইন দেখা যাবে। এই স্মার্টফোন নিয়ে বেশ আশাবাদী ওয়ানপ্লাসের প্রাক্তন সহ প্রতিষ্ঠাতা। সংস্থার প্রথম স্মার্টফোন ইন্টারনেটে বেশ উৎসাহ তৈরি করেছিল।

এই স্মার্টফোনে (Smart Phone) থাকবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস আমোলেড ডিসপ্লে, কুয়ালকম স্ন্যাপড্রাগন ৮ + জেন ১ প্রসেসর সহ একাধিক দুর্দান্ত ফিচার। এই ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য থাকবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। নাথিং ফোন ৪৭০০ এমএএইচ ব্যাটারিতে চার্জ হবে এবং সঙ্গে থাকবে ৬৬ ওয়েট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ১৩ সফটওয়্যার দ্বারা অপারেট করা যাবে। প্রথম ভার্সনের মতো এতেও প্রায় একই ডিজাইন ও ডিউরেবিলিটি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ভারতে যখন নাথিং ফোন প্রথম চালু হয়, তখন তার দাম রাখা হয়েছিল ৩২,৯৯৯ টাকা এবং পরবর্তীকালে নানান অফার ও সেলে ফোনের দাম কমবেশি হয়েছে।

আরো পড়ুন: রাম থেকে রাবণ, সীতা থেকে লক্ষণসহ হনুমান!দেখুন AI নির্মিত আদিপুরুষ ফিল্মের ৯ তারকার ছবিগুচ্ছ

অপরদিকে নাথিং ফোন ২এর বেস মডেলের দাম শুরু হতে পারে ৭২৯ ইউরো থেকে। রিপোর্ট অনুযায়ী, ৮জিবি ভেরিয়েন্টের দাম ৭২৯ ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫,০০০ টাকা এবং ১২ জিবি ভেরিয়েন্টের দাম ৮৪৯ ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭৬,০০০ টাকা হতে পারে। যদিও এই দাম চূড়ান্ত নয়, তবে আশা করা হচ্ছে যে, ভারতীয় বাজারের কথা মাথায় রেখে দাম নির্ণয় করবে নাথিং (Nothing)।