দরকার পড়বে না রিজার্ভেশনের, ভাড়া থাকবে অনেক কম! এবার গরিবদের জন্য বন্দে ভারত আনছে ভারতীয় রেল

কিছু বছর আগেও দূরপাল্লার ট্রেন বলতে আমরা চিনতাম মেইল ট্রেন এবং মালগাড়িকে। কিন্তু সময়ের সাথে সাথে ভারতীয় রেল আমাদের জন্য নিয়ে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express) থেকে শুরু করে তেজস এক্সপ্রেস (Tejas Express)। রেল ব্যবস্থায় রীতিমতো বিপ্লব নিয়ে এসেছে এই ট্রেনগুলি।

আরো পড়ুন: ৪০ পেরিয়েও কীভাবে এখনো এত সুন্দরী ক্যাটরিনা, গোপন মোহময়ী রূপের রহস্য হল ফাঁস

গতবছর বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হওয়ার সাথে সাথে আমাদের ভারতবর্ষের অর্থনীতি আরো কিছুটা এগিয়ে যায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যে ভারতের মাটিতে বুলেট ট্রেন(Bullet Train)চলতে দেখব আমরা। তবে বুলেট ট্রেন আছে এখনো দেরী আছে তাই এখনো আমাদের মধ্যে আলোচনার নিরিখে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস।

 

বন্দে ভারত এক্সপ্রেসের সাজসজ্জা থেকে শুরু করে খাওয়া-দাওয়া সবই আমাদের ভীষণ পছন্দ। একের পর এক রাত যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করে রীতিমতো রেকর্ড গড়ে তুলেছেন মোদি সরকার। ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণকে যুক্ত করার জন্য আগামী দিনে আরো বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস আসবে সাধারণ মানুষের জন্য।

তবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনটি পুরোপুরি এসি এবং পুরোপুরি এসি হওয়ার কারণে এর ভাড়াও অনেকটাই বেশি। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের ইচ্ছা থাকলেও অনেকেই বন্দে ভারত এক্সপ্রেস চড়তে পারছেন না। তাই এবার সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে একটি নন এসি বন্ধে ভারত এক্সপ্রেস চালু করতে চলেছে সরকার আশা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকে এই নন এসি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু হয়ে যাবে।

Vande Bharat

আরো পড়ুন: ম্যাডাম না বলে নীতা আম্বানি কে এই নামে ডাকেন আম্বানি পরিবারের চাকরেরা

নতুন এই ট্রেনটি লোকোমোটিভের সাহায্যে চালনা করা হবে। সাধারণ রেলে যেমন একদিকে লোকোমোটিভ থাকে, এই ট্রেনের উভয় প্রান্তে লোকোমোটিভ থাকবে। এই ট্রেনে থাকবে দুটি লাগেজ, গার্ড এবং প্রতিবন্ধী কোচ, ১২ টি ক্লাস থ্রি টায়ার স্লিপার কোচ, ৮ টি সেকেন্ড ক্লাস অসংরক্ষিত কোচ। এই সব কটি কোচ হবে নন এসি। যদিও বিষয়টি এখনো পরিকল্পনার স্তরেই রয়েছে।