এখন প্রায় প্রত্যেকেই UPI দ্বারা লেনদেন করতে স্বাচ্ছন্দ বোধ করেন। আমাদের মোবাইল ফোনে হাজার হাজার টাকা থাকে কিন্তু আমাদের মানিব্যাগে তেমনভাবে টাকা থাকে না কারণ আমরা সকলেই অনলাইন পেমেন্ট করে এখন অভ্যস্ত। UPI ব্যবহার করে আমরা টাকা পেমেন্ট করি এটা তো আমাদের সকলেরই জানা কিন্তু আপনি কি জানেন, এবার UPI ব্যবহার করে নগদ অর্থ তুলতে পারবেন আপনি, আর এই কাজ করতে পারবেন আপনার ATM -এর মাধ্যমে।
গ্লোবাল সিনটেক ফেস্টে প্রথমবার সামনে এসেছে এমনই একটি ATM যেখানে স্ক্যান করার সুযোগ সুবিধা রয়েছে। হিটাচি পেমেন্ট সার্ভিসেস এই এটিএম চালু করেছে। এই এটিএম আনা হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায়। আপনি ATM-এর মাধ্যমে কোন ডেভিড বা ক্রেডিট কার্ড ছাড়াই নগদ অর্থ তুলতে পারবেন।
একবার UPI স্ক্যান করে সর্বোচ্চ ১০ হাজার টাকা তুলতে পারবেন আপনি। এই প্রথমবার আমাদের ভারতবর্ষে QR কোডের মাধ্যমে টাকা উত্তোলন করা যাবে। তবে আপাতত পাইলট প্রজেক্ট হিসেবেই দেশে এই ATM বসানো শুরু হয়েছে। আপাতত সারা দেশে ৭০০ টি মেশিন বসানোর কাজ শুরু হয়েছে।
আরো পড়ুন: জ্যোতিষ শাস্ত্র মতে সর্বদা এই দিকে মুখ করে স্নান করলে হু হু করে আসবে টাকা, দূর হবে নেতিবাচক শক্তি!
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী এই ATM – এর একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে UPI ব্যবহার করে টাকা তোলা যাচ্ছে। এবার চলুন জেনে নেওয়া যাক UPI ব্যবহার করে আপনি কিভাবে ATM থেকে টাকা তুলতে পারবেন?
প্রথমে কত টাকা তুলবেন সেটা বোতামের সাহায্যে লিখতে হবে। যেমন ভাবে টাকা তোলার ক্ষেত্রে লেখেন একইভাবে।
এবার স্ক্রিনের উপর দেখা যাবে একটি QR কোড যেটি UPI দিয়ে আপনাকে স্ক্যান করতে হবে।
এবার আপনার UPI পিন লিখতে হবে।
পরবর্তী ধাপে লেনদেন সফল হবে এবং আপনি নগদ অর্থ তুলতে পারবেন।
আরো পড়ুন: লোনের টাকা আদায়ের নামে গ্রাহকদের সাথে যা খুশি করতে পারবেন না ব্যাঙ্ক, নতুন নির্দেশ জারি অর্থমন্ত্রীর
সারাদেশে যখন এমন ATM – এর সংখ্যা আরো বেড়ে যাবে তখন যে ডেবিট কার্ড আর তেমন ভাবে প্রয়োজন হবে না তা বলাই বাহুল্য। তবে দেশের অনেকে এখনো UPI ব্যবহার করেন না, তাদের কাছে এখনো ডেবিট কার্ড একমাত্র ভরসা।