সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয়ে থাকেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানির (Mukesh Ambani) সহধর্মিনী। আমরা কথা বলছি নীতা আম্বানির (Nita Ambani) যিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটিরও একজন মহিলা সদস্য তাছাড়াও এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি তিনি। তাঁর বিলাসবহুল জীবনযাত্রার জন্য তিনি মানুষের নজর কাড়েন। প্রতিনিয়ত তাঁর ফ্যাশন (Fashion) এবং স্টাইল(Style) সেন্সের কাছে জুড়ি মেলা ভার। এবার তার নাম গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডে( The Guinness Book of World Record) উঠলো। কি এমন করলেন তিনি যে কারণে জিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডিং উঠলো।
নীতা আম্বানি (Nita Ambani) পড়েছিলেন বিশ্বের সবচেয়ে দামি শাড়ি।তাঁর শাড়ির সম্ভার অফুরন্ত তা আমরা আগেই জেনেছি। তাঁর বিপুল সম্ভারের মধ্যে থেকে পাঁচটি এমন বহু মূল্যের শাড়ি রয়েছে যা দিয়ে কিনে ফেলা যায় অনায়াসে বিলাসবহুল বাংলো। এবার সেই শাড়ি সম্পর্কেই জানবো বিস্তারিতভাবে।২০১৫ সালে কাঞ্জিভরমের ৩৬ জন কারিগর তৈরি করেছিলেন একটি বহু মূল্যের শাড়ি যেটি তারা বাজারে আনেন। তার দাম আনুমানিক ৪০ লক্ষ টাকা। শাড়িতে রয়েছে সোনার তারের কাজ। এমন কি ব্লাউজের উপরেও দামি পেইন্টিং ডিজাইনের কারুকার্য। তার সাথে পান্না পোখরাজ মুক্ত এবং রুবি পাথরের ব্যবহার।
আরো পড়ুন: Indian Railways: আপনার টিকিটের নম্বর বলে দেবে আপনার পরিচয়, আপনার গন্তব্য সহ যাত্রাপথ
ডিজাইনার (Designer) সব্যসাচী (Sabyasachi) নামটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত কারণ তিনি নীতা আম্বানির(Nita Ambani) শাড়ি ডিজাইন করেন তেমনি একটি শাড়ি যার দাম প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। শাড়িতে রয়েছে হাতির দাঁতের কাজ জারদৌসি চিকনকারী পাটোলা সিল্ক ক্রিস্টাল সিকোয়েন্স হ্যান্ড এমব্রয়ডারির কাজ। নীতা আম্বানির(Nita Ambani) ঘরোয়া অনুষ্ঠানে আমরা প্রায়শই তাঁকে গুজরাটের পাটোলা প্রিন্টের শাড়ি পড়তে দেখি কারণ এই শাড়ি তাঁর ভীষণ পছন্দের শাড়িগুলির মধ্যে অন্যতম। আনুমানিক দাম প্রায় 2 লক্ষ টাকা।
আরো পড়ুন: দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ি, যার অন্দরসজ্জা দেখে চমকে যাবেন আপনিও
নীতা আম্বানির (Nita Ambani) সংগ্রহে রয়েছে নীল এবং লাল পাটোলা শাড়ি যেটি ডিজাইন করেছেন নবদীপ টুন্ডিয়ার। শাড়ি গুলির দাম প্রায় ১.৭০ লক্ষ টাকা। তবে তিনি শুধুমাত্র শাড়ি নন তাঁর ব্যবহৃত কুমিরের চামড়ার ব্যাগ, গয়না স্যান্ডেল এমনকি দামি দামি চায়ের কাপের জন্যও ভাইরাল হচ্ছেন।শুধুমাত্র ভাইরাল হচ্ছেন বললে ভুল বলা হবে তিনি ফোর্বস ম্যাগাজিনে বিশেষ জায়গা করে নিয়েছেন।