ভারতের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানি(Mukesh Ambani) যতটা লাইম লাইটে থাকেন তার থেকে অনেক বেশি লাইম লাইটে থাকেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি(Nita Ambani)। নীতা আম্বানি কি কি পোশাক পড়েন অথবা কত টাকার গহনা পড়েন সেই দিকে আমাদের সর্বদা নজর থাকে বা বলা ভালো আমরা সব সময় কৌতুহলী হয়ে থাকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যক্তিগত জীবনে নিতা আম্বানি ঠিক কেমনভাবে দিন কাটান, সেটাই আজকে আলোচনা করে নেব আমরা।
আজ নীতা আম্বানির ডেইলি রুটিন সম্পর্কে আমরা আলোচনা করব কারণ ৬০ বছর অতিক্রান্ত হয়ে গেলেও কিভাবে নিজেকে তিনি ধরে রেখেছেন সেটা খোলসা করার জন্যই এই প্রতিবেদন। আমরা সকলেই জানি, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিদিন প্রায় কয়েক কোটি টাকার জিনিস ব্যবহার করেন নীতা আম্বানি। কিন্তু শুধু দামি দামি কসমেটিক ব্যবহার করে তিনি নিজের বয়স লুকিয়ে রেখেছেন এ কথা একেবারেই সত্য কথা নয়।
আরো পড়ুন: মুকেশ আম্বানির ১ মাসের বাড়ির ইলেকট্রিক বিলের খরচেই কেটে যাবে আপনার সারাটা জীবন, টাকার অঙ্ক জেনে কপালে উঠবে চোখ
নিতা আম্বানি নিজেকে ভীষণভাবে সুস্থ রাখতে পছন্দ করেন এবং যার ফলে নিজের যৌবন খুব সুন্দরভাবে ধরে রাখতে পারেন তিনি। নিজেকে মেনটেইন করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত কঠোর নিয়ম মেনে চলেন নীতা আম্বানি। ভোর পাঁচটার সময় উঠে শরীর চর্চা করে দিন শুরু করেন নীতা আম্বানি। এরপর করেন ব্রেকফাস্ট।
ব্রেকফাস্টে বিট রুটের জুস থাকা আবশ্যিক। এরপর সারাদিন নিরামিষ অথচ স্বাস্থ্যকর খাবার খেয়ে দিন কাটান নিতা আম্বানি, কারণ আম্বানি পরিবারের কেউ আমিষ খাবার খান না। নিরামিষ খাবার দাবার ছাড়াও সারাদিন প্রচুর ফল খান তিনি কিন্তু যেটা খান না, সেটা হল ফাস্টফুড।
আরো পড়ুন: বয়সের গণ্ডি ৫০ এর কাছে গিয়েও কীভাবে লাগেন ২৬ এর! সকলের সামনে বিউটি সিক্রেট ফাঁস করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
রাতে স্প্রাউট, শাকসবজি অথবা স্যুপ খেয়ে ঠিক ১০ টা থেকে ১১ টার মধ্যে ঘুমিয়ে পড়েন নীতা আম্বানি। রাতে যদি নিতান্তই কোনদিন খিদে পায় সে ক্ষেত্রে ফল খেয়ে থাকেন তিনি। এছাড়া সারাদিনই ডিটক্স ওয়াটার পান করেন, যা আমদানি হয় বিদেশ থেকে। এইভাবে কঠোর ডায়েট মেইনটেইন করে এবং শরীর চর্চা করে নিজেকে লাস্যময়ী করে রেখেছেন নিতা আম্বানি।