ভারতের ব্যবসা প্রসঙ্গে যদি কথা বলতে হয় তাহলে প্রথমে দুটি নাম মনে আসে আমাদের মনে, মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং রতন টাটা (Ratan Tata)। এই মুহূর্তে ভারতের এই দুই শিল্পপতি এগিয়ে রয়েছে সব থেকে আগে। টাটার পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) হল এমন একটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান যা একাধারে পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে টেলি যোগাযোগ পর্যন্ত নিজের রাজ্য বিস্তার করেছে।
আরো পড়ুন: আগামী আগস্ট মাসে লঞ্চ হতে চলেছে Royal Enfield-এর নতুন বুলেট, রইলো বাইকের খুঁটিনাটি
এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি হলেন এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। কিন্তু একটি প্রতিষ্ঠান কখনো একটি ব্যক্তি পরিচালনা করতে পারেন না। একটি ব্যবসা সফলভাবে চালনা করার জন্য আরো বহু মানুষের প্রয়োজন হয়। রিলায়েন্সের সাফল্যের অবদান তাই মুকেশ আম্বানির একার নয় বরং সম্পূর্ণ দলের।
রিলায়েন্সকে আরো সফল ভাবে পরিচালনা করার জন্য যে মানুষটির অবদান গুরুত্বপূর্ণ সেই মানুষটি হলেন মুকেশ আম্বানির সহযোগী নিখিল মেসওয়ানি(Nikhil Meswani)। আপনি হয়তো এবার জিজ্ঞাসা করবেন কে এই নিখিল? নিখিল মেসওয়ানি হলেন মুকেশ আম্বানির ভাইপো এবং ব্যক্তিগতভাবে তিনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। আজ এই প্রতিবেদনে নিখিলের সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেবো।
রসিকলাল মেসয়ানির একমাত্র পুত্র নিখিল, যিনি রিলায়েন্সের পরিচালকদের মধ্যে অন্যতম। ১৯৮৬ সালে রিলায়েন্সের সঙ্গে মিলিত হয়ে নিজের কর্মজীবন শুরু করেছিলেন নিখিল। ১৯৮৮ সালে জুলাই মাসে নিখিল রিলায়েন্সের অন্যতম এম ডি হিসেবে নিযুক্ত হন।
আরো পড়ুন: ৯২ বছর বয়সে ৫৭ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক, যিনি পশ্চিমবঙ্গের অন্যতম ধনী ব্যক্তি
মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে নিখিল স্নাতকোত্ত ডিগ্রী অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে যান। নিখিল ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ কেমিকাল টেকনোলজির একজন বিশিষ্ট প্রাক্তন ছাত্র। আমেরিকা থেকে ডিগ্রি অর্জন করে তিনি যখন দেশে ফিরে আসেন তখন মুকেশ আম্বানি নিখিলকে রিলায়েন্সের পেট্রোকেমিক্যাল ব্যবসা দেখাশোনা করার দায়িত্ব দিয়ে দেন।বর্তমানে মুকেশ আম্বানি মালিকাধীন আইপিএল ক্রিকেট ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সমস্ত দেখাশোনার দায়িত্বে থাকেন নিখিল।