চলতি বছরের ২৪শে আগস্ট নয়াদিল্লিতে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ (National Award 2023) ঘোষণা করা হয়েছিল, যেখানে সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন আলিয়া ভাট (Alia Bhatt) এবং কৃতি শ্যানন (Kirti Sanan)। বিখ্যাত দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) তাঁর পুষ্পা সিনেমার জন্য প্রথম তেলেগু অভিনেতা হয়েছেন। আজ আমরা আপনাদের বলতে চলেছি কীভাবে আপনি ঘরে বসে ওটিটিতে (OTT) জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র দেখতে পারেন সেই সম্পর্কে কিছু তথ্য। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।
২০২৩ সালের ২৪শে আগস্ট জাতীয় (National) চলচ্চিত্র পুরস্কার ২০২৩এ ‘মিমি’, ‘পুষ্প’, ‘আরআরআর’, ‘রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রভৃতির মতো চলচ্চিত্রগুলি সর্বাধিক পুরস্কার বিজয়ী চলচ্চিত্রগুলির মধ্যে ছিল। আলিয়া ভাট, কৃতি শ্যানন, আল্লু অর্জুন, পঙ্কজ ত্রিপাঠি, পল্লবী যোশির মতো শিল্পীরা পুরস্কার জিতেছেন। আপনি যদি এই সিনেমাগুলি না দেখে থাকেন, তবে আপনার কাছে এখনো এই জাতীয় পুরস্কার বিজয়ী সিনেমা দেখার সুযোগ রয়েছে। আমরা আপনাদের বলতে চলেছি ঘরে বসে এই সিনেমাগুলি আপনি কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবেন সেই সম্পর্কে কিছু তথ্য।
দ্য কাশ্মীর ফাইল ( The Kashmir Files) : মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী এবং অনুপম খের অভিনীত দ্য কাশ্মীর ফাইল নামক সিনেমাটি জাতীয় পুরস্কারে বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। প্রথমে পল্লবী যোশী সেরা ক্রীড়া অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন, তারপর বিবেক অগ্নিহোত্রী পরিচালিত কাশ্মীরি পণ্ডিতদের উপর নির্মিত এই সিনেমাটি নার্গিস দত্ত পুরস্কারে সম্মানিত হয়েছিল। দর্শকরা এই সিনেমাটি জি৫এ দেখতে পারবেন।
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi) : আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি নামক সিনেমাটি প্রযোজনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। সঞ্জয় লীলা বনসালি সেরা সম্পাদকের পুরস্কার জিতেছেন এবং আলিয়া এই সিনেমাটির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। দর্শকরা এই সিনেমাটি নেটফ্লিক্সে দেখতে পারেন।
আরো পড়ুন: কেন সারা শরীর থাকতেও শুধুমাত্র কানের কাছে এসে গুনগুন করে মশা, কারণ জেনে চমকে যাবেন আপনিও
শের শাহ (Shershaah) : সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির ‘শের শাহ’ নামক সিনেমাটি জাতীয় পুরস্কার পেয়েছে। এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পারবেন।
মিমি (Mimi) : কৃতি শ্যানন ও পঙ্কজ ত্রিপাঠী এই সিনেমাটির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। কৃতি স্যানন বছরের সেরা অভিনেত্রী হয়েছিলেন, পঙ্কজ ত্রিপাঠি সেরা পার্শ্ব চরিত্রের জন্য নির্বাচিত হন। আপনি এই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখতে পারেন।
রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট (Rocketry: The Bambi Effect) : রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট নামক সিনেমাটি আর মাধবন পরিচালিত সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এই ফিল্মটি জিও সিনেমা এবং অ্যামাজন প্রাইমে উপলব্ধ। এই সিনেমাতে ভারতীয় বিজ্ঞানী নাম্বি নারায়ণের সংগ্রাম ও গল্প দেখানো হয়েছে।
আরো পড়ুন: দেশের সবচেয়ে ক্ষুদ্রতম রেলপথ,দূরত্ব মাত্র ৯ km! ভাড়া আকাশ ছোঁয়া
চেলো শো (Chhello Show) : ‘চেলো শো’ সেরা গুজরাটি চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার জিতেছে। এই সিনেমার গল্পটি একটি ৮ বছর বয়সী শিশুর গল্প, যা দর্শকরা নেটফ্লিক্সে দেখতে পারেন।
সরদার উধম (Sardar Udham) : ভিকি কৌশল অভিনীত এই সিনেমাটি অনেক পুরস্কার পেয়েছে। সুজিত সরকারের সর্দার উধম সেরা পোশাক থেকে সেরা হিন্দি চলচ্চিত্র পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। সিনেমাটি অ্যামাজন প্রাইমে স্ট্রিম করা হয়েছিল।
৭৭৭ চার্লি (777 Charlie) : কিরণরাজ কে দ্বারা প্রযোজিত কন্নড় চলচ্চিত্র ৭৭৭ চার্লি, শ্রেষ্ঠ কন্নড় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। এই ফিল্মটি জিও সিনেমায় দেখতে পাওয়া যাবে ।
আরআরআর (RRR) : ‘আরআরআর’ ইতিমধ্যেই অস্কার থেকে গোল্ডেন গ্লোবের মতো আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। এখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও সম্মানিত হয়েছে। এই সিনেমাটি সেরা অ্যাকশন পরিচালনা, সেরা কোরিওগ্রাফি প্রভৃতি অনেক পুরস্কার পেয়েছে। বর্তমানে এই সিনেমাটি নেটফ্লিক্সে দেখতে পাওয়া যাবে।
পুষ্পা (Pushpa) : আল্লু অর্জুন প্রথম তেলেগু অভিনেতা, যিনি সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁর অভিনীত পুষ্পা নামক সিনেমাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এই ফিল্মটি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে।