ভারতের শিল্পপতিদের মধ্যে সবথেকে যিনি এগিয়ে রয়েছেন তিনি হলেন মুকেশ আম্বানি(Mukesh Ambani)। মুকেশ আম্বানির ব্যক্তিগত জীবন সম্পর্কেও আমরা ওয়াকিবহল কারণ তিনি সবসময় নিজের সুখের অথবা দুঃখের মুহূর্ত ভাগ করে নেন সবার সঙ্গে। মুকেশ আম্বানির বাড়ি থেকে গাড়ি সব কিছুরই খোঁজ রাখি আমরা। এক কথায় বলতে গেলে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিস লিমিটেড(Reliance Industries limited) চেয়ারম্যান তথা এমডি মুকেশ আম্বানি আজ একটি চর্চার বিষয়।
তবে মুকেশ আম্বানি সম্পর্কে অনেক কিছু জানলেও আমরা হয়তো জানি না মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি(Nita Ambani) শুধুমাত্র রিলায়েন্স কোম্পানির মালিক তা নয়, তাদের ব্যবসার ব্যপ্তি শুধুমাত্র রিলায়েন্সই সীমিত নয়, আরো নানান রকম কাজে লিপ্ত আম্বানি দম্পতি। আজ আপনাকে জানাবো মুকেশ আম্বানির কাছে কটি বিমান এবং গাড়ি রয়েছে?
আরো পড়ুন: মুসলিম হয়েও কেন বারবার ছোটেন হিন্দু মন্দিরে? অনলাইনেই ট্রোলারদের মক্ষম জবাব সইফ কন্যা সারার
আমরা সকলেই জানি মুকেশ আম্বানির কাছে একাধিক গাড়ি রয়েছে যার মূল্য তাই কয়েক কোটি টাকা। কয়েকদিন আগেই নিতা আম্বানি একটি গাড়ি কিনেছেন যার দাম আনুমানিক ৯০ কোটি টাকা। যে অর্থের বিনিময়ে সাধারণত শিল্পপতিরা জমি বা ফ্ল্যাট কেনেন সেই অর্থের বিনিময়ে শুধুমাত্র একটি গাড়ি কিনেছেন নীতা আম্বানি তাও ব্যক্তিগত ব্যবহারের জন্য।
শুধু গাড়ি নয়, তার কাছে রয়েছে বহুমূল্যবান দুটি হেলিকপ্টার, যেগুলি করে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চলে যান মুকেশ আম্বানি। গত বছর বদ্রিনাথ এবং কেদারনাথের উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়েছিলেন এই হেলিকপ্টার করে। এই হেলিকপ্টারগুলি রাখার জন্য হেলিপ্যাড রয়েছে মুকেশ আম্বানির বাড়িতে ।
আরো পড়ুন: ব্রহ্মাণ্ড পুরাণ থেকে অনুপ্রাণিত!মেয়ের অভিনব নাম রাখলেন অভিনেতা রামচরণ, নামের অর্থ জেনে চমকে জানেন আপনিও
আপনি হয়তো জানলে অবাক হবেন, মুকেশ আম্বানির কাছে রয়েছে তিনটি প্রাইভেট জেড যে গুলির দাম আনুমানিক ৮৫০ কোটি টাকা। এই প্রাইভেট জেটের মাধ্যমে তিনি মাঝে মাঝেই বেরিয়ে পড়েন কাজের সূত্রে অথবা ভ্রমণের উদ্দেশ্যে। এগুলি হল বোয়িং, এয়ারবাস এ ৩১৯,ফ্যালকন ৯০০EAX।