মুম্বাইয়ের (Mumbai) মাটিতে যেমন শাহরুখ খান বা অমিতাভ বচ্চনের বাড়ি একটি দর্শনীয় স্থান ঠিক তেমনি মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ি অর্থাৎ অ্যান্টেলিয়া (Antilia) একটি অন্যতম দর্শনীয় স্থান। ২৭ তলা এই বাড়িতে রয়েছে সমস্ত রকম আতিশয্যের নিদর্শন। বাড়িতে হেলিপ্যাড থেকে শুরু করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, সুইমিং পুল থেকে শুরু করে স্পা রুম সবকিছুই রয়েছে এই বাড়িতে। প্রতিমাসে কয়েক কোটি টাকা খরচ হয় শুধুমাত্র রক্ষণাবেক্ষণের জন্য।
এহেন পরিস্থিতিতে বাড়ির বিদ্যুৎ বিল কত আসে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। মুকেশ আম্বানির বাড়িতে ৫০ টির বেশি ঘর রয়েছে, রয়েছে কয়েক শত ইলেকট্রনিক জিনিস। স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বিলও কোটি টাকার আশেপাশেই আসবে। সম্প্রতি একটি সূত্র থেকে খবর পাওয়া গেছে, মুকেশ আম্বানির বাড়িতে ৬৭৩.২৫০ ইউনিট বিদ্যুৎ বিল আসে। মা প্রতি ইউনিট অনুযায়ী হিসেব করলে ১ মাসে প্রায় ৭০ লক্ষ টাকা শুধুমাত্র ইলেকট্রিক বিল দিতে হয় মুকেশ আম্বানিকে।
আরো পড়ুন: সৌন্দর্যের দিক থেকে একাধিক বলিউড নায়িকাদের হার মানাবে ভারতীয় খেলোয়াড় গৌতম গম্ভীরের স্ত্রী, দেখুন ছবিগুচ্ছ
যেখানে ৭০ লক্ষ টাকার বিনিময়ে এক উচ্চ মধ্যবিত্ত মানুষ হেসে খেলে গোটা বছর কাটিয়ে দিতে পারে। অর্থাৎ মুকেশ আম্বানির বাড়ির এক মাসের বিল সমান সমান একজন মানুষের সারা বছর বা সারা জীবনের সঞ্চয়।
আরো পড়ুন: বাংলা সিনেমায় এখন তারকা নেই, সবাই তড়কা! আবারো বিস্ফোরক অভিনেতা বিপ্লব চ্যাটার্জী
তবে শীত গ্রীষ্ম বর্ষা যেমনই হোক না কেন এই বাড়ির ভেতরে আপনি আপনার মনের মতো ওয়েদার সেট করতে পারবেন। আশ্চর্যজনকভাবে এই বাড়িটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যার ফলে এই বাড়িতে কোন এসি নেই। গরমকালে ঠান্ডা এবং ঠান্ডা হয় গরম, যখন যেমন মনের ইচ্ছে তখন তেমন ওয়েদার করা যায় মুকেশ আম্বানির বাড়িতে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় বলে প্রতিমাসে এসি না থাকতেও এত লক্ষ টাকার বিল আসে।