একেই বলে শখের দাম লাখ টাকা! বিশ্বের এই ৫ টি দামি জিনিস পছন্দ করেন মুকেশ পত্নী নীতা আম্বানি

এই মুহূর্তে দেশের অন্যতম সফল মহিলা ব্যবসায়ীদের মধ্যে প্রথমেই নাম আসে আম্বানি পরিবারের পুত্রবধূ নীতা মুকেশ আম্বানির(Nita Mukesh Ambani)। তবে শুধু সফল ব্যবসায়ী হিসেবে নয়, তাঁর বিলাসবহুল জীবন নিয়েও তিনি আলোচনার শীর্ষে থাকেন কারণ তার জীবনের যে সমস্ত শখ সেগুলি অত্যন্ত ব্যয়বহুল। তা সাধারণ মানুষের কাছে কল্পনাতীত, তাই সেগুলো নিয়ে মানুষের আগ্রহ কম থাকে না। তাঁর জীবনের একাধিক অধ্যায় এখনো আমাদের কাছে অজানা।সেই অজানা অধ্যায়েরই কয়েকটি সম্পর্কে আলোকপাত করবো আমরা।

Neeta Ambani luxury

শাড়ী ও গয়না : নীতা আম্বানির খুব পছন্দের জিনিস শাড়ি এবং গয়না। তাঁর ফ্যাশন(Fashion) স্টেটমেন্টের কাছে কেউ ঘেঁষতে পারেন না। বহু মূল্যের শাড়ি এবং গয়না পড়ে থাকেন তিনি। বলা চলে ছেলের বিয়েতে যে শাড়িটি তিনি পড়েছিলেন তার মূল্যই প্রায় ৪০ লাখ টাকা। এছাড়াও তার সংগ্রহে কোটি টাকা মূল্যেরও শাড়ি রয়েছে।

বহুমূল্যের ঘড়ি : নীতা আম্বানির হাতে সবসময় ব্র্যান্ডেড ঘড়ি(Branded Watch) দেখা যায়। যার দাম প্রায় ১.৫ থেকে ২ লাখ টাকা। তিনি যে সমস্ত ব্র্যান্ডের ঘড়ি ব্যবহার করেন সেগুলি হল রাডো বুলগাড়ি গুচি ফসিল কেলভিন কালি ইত্যাদি।

আরো পড়ুন: কড়া প্রতিযোগিতার মুখে IRCTC, এবার থেকে রেলের টিকিট বুকিং করবে আদানির কোম্পানি

প্রাইভেট জেট: যার মধ্যে ফাইভ স্টার হোটেলের মতো সুবিধা রয়েছে। স্বামী মুকেশ আম্বানি ২০০৭ সালে এটি তাঁকে উপহার দিয়েছিলেন। যার দাম প্রায় ১০০ কোটি টাকা।

Nita Ambani golden car

দামি হ্যান্ড ব্যাগ : বিভিন্ন সময় তাঁর ব্যবহৃত হ্যান্ড ব্যাগ নজর কেড়েছে সকলের। তাঁর কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি হ্যান্ডব্যাগ। যার একেকটির দাম তিন থেকে চার লাখ টাকা। তিনি জিমি চু কেরি, গয়ার্ডের মত হ্যান্ডব্যাগ ব্যবহার করে থাকেন।

আরো পড়ুন: ভারতেও তৈরি হবে স্মার্ট সিটি, বড় পদক্ষেপ নিলেন মুকেশ আম্বানি

চায়ে চমক : নীতা আম্বানি যে চায়ের কাপে চুমুক দেন সেটি জাপানের প্রাচীনতম ক্রোকারিজ ব্র্যান্ড নড়িটেকের কাপ। তিনি নড়িটেক(Noritech) ক্রোকারিজ ৫০ পিসের একটি সেট আনেন, যার দাম ১৫ লাখ টাকা। কাপগুলিতে রয়েছে সোনার বর্ডার অর্থাৎ মহামূল্যবান কাপে চা খান তিনি।

Nita Ambani
বিশ্বের সফলতম মহিলা ব্যবসায়ী নীতা আম্বানির এমন ব্যয়বহুল জীবযাপধ সম্পর্কে জানতে পেরে অনেকেই জ্ঞান হারিয়েছেন কারণ এমন জীবনযাত্রা আগে কখনো কেউ শোনেন নি।