মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স গ্রুপের বড় চমক, এবার কলকাতায় খুলতে চলেছে ব্রিটিশ রেস্তোরাঁ

রিলায়েন্স ব্র্যান্ডস হলো বিশ্বের প্রখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপের (Reliance Group) অন্যতম একটি অংশ। এই সংস্থাটিকে পরিচালনা করেন এশিয়ার বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং তাঁর মেয়ে ইশা আম্বানি (Isha Ambani) । বিদেশের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডকে ভারতে প্রচার করাই হল এই সংস্থাটির প্রধান কাজ। এই সংস্থার মাধ্যমে রিলায়েন্স অনেক বিদেশী ব্র্যান্ড ভারতে নিয়ে আসছে। রিলায়েন্স ব্র্যান্ডস বর্তমানে রতন টাটার স্টারবাকস ইন্ডিয়াকে প্রবল প্রতিদ্বন্দ্বিতা দেওয়ার জন্য আইকনিক ব্রিটিশ রেস্তোরাঁ (Iconic British Restaurants) চেইন প্রিট এ ম্যাঞ্জারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

The big surprise of Mukesh Ambani's Reliance Group is to open a British restaurant in Kolkata
প্রিট এ ম্যাঞ্জার হলো ব্রিটিশ যুক্তরাষ্ট্র ভিত্তিক কফি এবং স্যান্ডউইচ পাওয়া যায় এমন একটি স্টোর। প্রিট এ ম্যাঞ্জার নামক সংস্থাটি কয়েক সপ্তাহ আগে একটি একচেটিয়া অংশীদারিত্বে মুকেশ আম্বানির কোম্পানী রিলায়েন্স গ্রুপের (Relience Group) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে ভারতে তার প্রথম স্টোর খোলে। ইশা আম্বানির কোম্পানী রিলায়েন্স রিটেল এবং তার অপর কোম্পানী রিলায়েন্স ব্র্যান্ডসের মাধ্যমে প্রিট এ ম্যাঞ্জার এবং রিলায়েন্সের মধ্যে অংশীদারিত্ব করা হয়েছে বলে জানা গেছে। রিলায়েন্স ব্র্যান্ডগুলি ভারতে মোট ১০টি প্রিট এ ম্যাঞ্জার রেস্তোরাঁ খোলার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছে।

আরো পড়ুন: পুষ্পা ২ তে থাকবে বড়সড়ো চমক, আল্লু অর্জুন কে টেক্কা দিতে মাঠে নামছেন বলিউডের এই নামীদামী নায়ক

দিল্লি (Delhi) এবং বেঙ্গালুরু সহ বিভিন্ন বড় শহরে খোলা হবে এই রেস্তোরাঁ। এর পাশাপাশি কলকাতার নাম ও জড়িয়ে আছে। ইশা আম্বানির রিলায়েন্স রিটেল এবং রিলায়েন্স ব্র্যান্ডগুলি সারা দেশে চা এবং কফির দোকানগুলির জনপ্রিয়তা বৃদ্ধির কারণে ভারতে প্রিট এ ম্যাঞ্জার স্টোর চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রতন টাটার নেতৃত্বাধীন স্টারবাকস ইন্ডিয়াকে প্রতিযোগিতা দিতেই মূলত এই বিশেষ উদ্যোগ নিয়েছে রিলায়েন্স। মুকেশ আম্বানি এবং ইশা আম্বানির রিলায়েন্স রিটেল এই নতুন উদ্যোগের মাধ্যমে ভারতের খাদ্য ও পানীয় শিল্পে একটি বড় পরিবর্তন আনতে চাইছে বলে মনে করা হচ্ছে।

Mukesh Ambani

আরো পড়ুন: এগুলি ভারতের দীর্ঘতম রুটের ট্রেন যা ৯ টি রাজ্য ও ৫৭ টি স্টেশনের মধ্য দিয়ে যায়

দেশে একটি আইকনিক বিদেশী ব্র্যান্ড এনে আম্বানি গ্রুপ (Ambani Group) ব্যবসার নতুন দিক খুলতে চাইছে। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে মেকার ম্যাক্সিটিতে প্রথম প্রিট এ ম্যাঞ্জার স্টোর খোলা হয়েছে। এই নতুন উদ্যোগ সম্পর্কে রিলায়েন্স ব্র্যান্ডের এমডি দর্শন মেহতা বলেন, “উপাদানের সতেজতা, রেসিপির সত্যতা এবং প্রক্রিয়ার কৌতূহল দেশের মানুষকে আকর্ষিত করবে।” জানা গেছে যে, এই ব্র্যান্ডটিকে ভারতে আনার পাশাপাশি, ঈশা আম্বানি এবং মুকেশ আম্বানি, জনপ্রিয় চিনা মোবাইল অ্যাপ্লিকেশন শিনকে ফিরিয়ে আনছেন। এর মাধ্যমে পোশাক কেনা যেত। তবে ২০২১ সালে চিনা অ্যাপগুলির উপর ক্র্যাকডাউন হওয়ায় এটি ভারতে নিষিদ্ধ করা হয়েছিল।