ভারতবর্ষের(India) সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় অনেকের নাম থাকলেও মুকেশ আম্বানি(Mukesh Ambani) এমন একজন ধন কুবের, যিনি নিজের লাইফস্টাইল সব সময় সকলের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন। আম্বানি পরিবারের প্রত্যেকের খুঁটিনাটি আমরা জানতে পারি সোশ্যাল মিডিয়ার দ্বারা। মুকেশ আম্বানির জীবনযাত্রা যে নিতান্তই রাজকীয় তা বলাই বাহুল্য।
আজকে মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানির সবথেকে প্রিয় বিলাসবহুল রিসোর্ট সম্পর্কে কিছু কথা জেনে নেব আমরা। এতদিন তো আপনারা জেনেছেন মুম্বাই এবং লন্ডনের আবাসন সম্পর্কে বহু কথা কিন্তু মুকেশ আম্বানির কাছে রয়েছে এমন একটি রিসোর্ট যার কথা অনেকেই জানে না।
মুকেশ আম্বানির সব থেকে প্রিয় এই রিসোর্ট টি রয়েছে সুইজারল্যান্ডে। বিলাসবহুল সুন্দর এই রিসোর্টটির নাম Burgenstock Resor। এই রিসোর্টটিতে ছুটি কাটাতে হলে আগে থেকে বুকিং করে আসতে হয়। সমস্ত ধনী পরিবাররা ছুটি কাটানোর আগে এই রিসোর্টে Royal ও Presidential Suite আগে থেকে বুকিং করে নেন।
আরো পড়ুন: একেই বলে ৩৬০° পাল্টে যাওয়া, হিট হতেই শাহরুখের আসন্ন সিনেমা নিয়ে এই মন্তব্য করলেন KRK
যে দুটির কথা আপনাকে বললাম সেই দুটির ভাড়া সব মিলিয়ে প্রায় ৬১ লক্ষ টাকা। এই রিসোর্টটি নির্মাণ হয়েছিল ১৮৭৩ সালে। বছরে পর বছর হলিউডের সেলিব্রেটি অথবা বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা এই রিসোর্টে ছুটি কাটাতে আসেন। খুব সাধারন রুমের ভাড়াও প্রায় ৩২ লক্ষ টাকা। তবে এখানে ঘর ভাড়া করলে আপনি পেয়ে যাবেন সমস্ত রকম সুযোগ-সুবিধা যা আপনাকে প্যাকেজ হিসাবে দেওয়া হয়।
১৮৭৩ সালে শুরু হলেও মাঝে প্রায় ৯ বছরের জন্য এই রিসোর্টটি বন্ধ রাখা হয় সংস্কারের জন্য। ২০১৭ সালে এটি পুনরায় চালু করা হয়। এই রিসোর্টে রয়েছে দশটি বারসহ বেশ কয়েকটি রেস্তোরাঁ এবং সুইমিং পুলের সুযোগ সুবিধা। এই রিসোর্টটি অবস্থিত লুসার্ন হ্রদের তীরে। এখান থেকে পাহাড়ের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন আপনি।
আরো পড়ুন: আর দরকার নেই কার্ডের, UPI ব্যবহার করেই এবার ATM মেশিন থেকে তুলতে পারবেন টাকা
প্রসঙ্গত, মহামারীর সময় যখন গোটা ভারতবর্ষ হয়েছিল তখন মুকেশ আম্বানি তার গোটা পরিবারের সঙ্গে এই রিসোর্টে চলে এসেছিলেন। প্রায় তারা এক বছর এই রিসোর্টে পুরো পরিবারসহ থাকার দরুন মুকেশ আম্বানি খরচ করেছিলেন কয়েক লক্ষ কোটি টাকা।