চাপ বাড়তে চলেছে একাধিক চীনা সংস্থার, মাত্র ১০ হাজার টাকার 5G ফোন আনতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা

নেটদুনিয়ায় ফের একবার জিও (Jio) ফোন ৫জি নিয়ে শুরু হয়েছে চর্চা। সম্প্রতি টুইটারে, ফোনের একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ২টি ক্যামেরা। যে অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ পেয়েছে সেখানে দাবি, জিও ফোন ৫জিতে থাকবে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি এবং ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি, তাসত্ত্বেও গুঞ্জন শোনা যাচ্ছে যে, দীপাবলির সময় জিও ফোন ৫জি চালু হবে।

আরো পড়ুন: বিশ্বের সবথেকে দামি শাড়ি পড়ে এবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠলো নিতা আম্বানির নাম

টেলিকম দুনিয়ায় চলতি বছরের শুরু থেকে রিলায়েন্স ৫জি ( Relience 5G) পরিষেবা চালু করে দিয়েছে। জিও ৫জির তালিকায় প্রতি মাসেই নতুন নতুন শহর যোগ হচ্ছে। এবার মুকেশ আম্বানির সংস্থা, সেই সকল মানুষের হাতে জিও ফোন ৫জি তুলে দিতে উদ্যোগী। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফ্রন্ট প্যানেলে থাকতে পারে ওয়াটারড্রপ নচ। টুইটারে ফোনের যে ছবি প্রকাশ পেয়েছে, তা ডামি মডেল হিসাবে মনে করা হচ্ছে। নতুন ফোনটি এর থেকে আলাদা হতে পারে।

প্রকাশ্যে আসা এই ফোনের ছবিতে একটি লোগোও রয়েছে, যেখানে লেখারয়েছে ‘আল্টিমেট স্পিড আল্টিমেট এক্সপিরিয়েন্স’, অর্থাৎ জিও (Jio) এতে দাবি করছে যে, এতে দ্রুত গতির ৫জি নেটওয়ার্ক পাওয়া যাবে। টুইটে ফোনের ডাইনলোড ও আপলোড স্পিডও উল্লেখ করা হয়েছে। জিও ফোন ৫জির ডাইনলোড স্পিড দেখাচ্ছে ৪৭০.১৭ এমবিপিএস এবং আপলোড স্পিড ৩৪.২৫ এমবিপিএস। ফোনে থাকতে পারে ইউনিসক চিপসেট প্রসেসর অথবা মিডিয়া টেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর।

আরো পড়ুন: বলিউডের এই ৮ টি বিবাহ বিচ্ছেদ! যেখানে বউকে ঘরপোষের টাকা দিতে গিয়ে ভিখারীর দশা হয়েছে স্বামীদের

১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা থাকবে এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকবে। এতে ৪জিবি র‍্যাম এবং 32GB স্টোরেজ পাওয়া যাবে, এছাড়াও থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভিত্তিক প্রগতি ওএস থাকবে। আশা করা হচ্ছে যে, আগামীদিনে ফোন সংক্রান্ত আরো তথ্য জানা যাবে।

জিও ফোন ৫জির নিশ্চিত দাম সম্পর্কে কিছু বলা সম্ভব নয় এখন, তবে নানা সংবাদ মাধ্যমে স্মার্টফোনের সম্ভাব্য দাম জানানো হয়েছে ১০,০০০ টাকা। জিও ফোন ৫জি, ১০ হাজার অথবা তারও কম দামে চালু হতে পারে। জিও ২০২১ সালে প্রথম জিও (Jio) ফোন নেক্সট চালু করেছিল। এটি হতে চলেছে সংস্থার দ্বিতীয় স্মার্টফোন।