ব্যক্তিগত জীবনে সিঙ্গেল মাদার হওয়া যতখানি কষ্টের ঠিক ততখানি কষ্টের সিঙ্গেল ফাদার হওয়া। যদিও বলিউড (Bollywood)তারকাদের একেবারেই একা হাতে ছেলে মেয়ে মানুষ করতে হয় না, সঙ্গে থাকে প্রয়োজনীয় সহকারি ব্যক্তি। কিন্তু আজ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কয়েকজন জনপ্রিয় সিঙ্গেল ফাদারের(Single Father) নাম বলব, যাদের নাম হয়তো আপনারা জানেন না।
View this post on Instagram
করন জোহর (Karan Johar): বলিউডের জনপ্রিয় পরিচালক তথা প্রযোজক করন এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি কিন্তু বিয়ে না করেও স্যারোগেসির মাধ্যমে ২ শিশুর পিতা হয়েছেন তিনি এবং একাই ওই দুই সন্তানের দেখাশোনা করেন তিনি।
আরো পড়ুন: ভুলে যান কন্যাশ্রী যুবশ্রী’র কথা, এবার রাজ্যের পড়ুয়াদের ৩৩০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, জানুন বিস্তারিত!
রাহুল দেব(Rahul Dev): বলিউডের বহু সিনেমা খলনায়কের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি কিন্তু আদ্যপ্রান্তে একজন সাদামাটা মানুষ। ব্যক্তিগত জীবনে স্ত্রীর মৃত্যুর পর সিঙ্গেল ফাদার হিসেবে নিজেই সন্তানের দেখাশোনা করেন রাহুল।
View this post on Instagram
তুষার কাপুর(Tusshar Kapoor): অভিনেতা তুষার কাপুর সেইভাবে জনপ্রিয় না হতে পারলেও ব্যক্তিগত জীবনে তিনি খুব ভালো একজন বাবা। বিয়ে না করেও এক পুত্র সন্তানের বাবা তুষার কাপুর আদতেই একজন আদর্শ পিতা। সিঙ্গেল ফাদার তুষার কাপুর স্যারোগেসির মাধ্যমে পিতা হয়েছিলেন।
View this post on Instagram
আরো পড়ুন: রকি অউর রানী’র টিজারে মোহময়ী আলিয়া ভাট, তার ১০ টি শাড়ির লুক ঝড় তুলছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে
View this post on Instagram
ঋত্বিক রোশন(Hrithik Roshan): স্ত্রী সুজানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হবার পর ঋত্বিক একাই দুই ছেলের দেখাশোনা করেন এবং একাই তাদের বড় করছেন স্নেহে। যদিও বর্তমানে স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখেন ঋত্বিক।
View this post on Instagram
কমল হাসান(Kamal Hassan): তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা কমল হাসান ব্যক্তিগত জীবনে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর একাই দুই মেয়েকে বড় করছেন। শ্রুতি হাসান এবং অক্ষরা হাসান আজ দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির দুইজন নামি তারকা।