প্রাইভেট ব্যাংকের মধ্যে সবথেকে শীর্ষে রয়েছে যে ব্যাংকের নাম সেটি হল বন্ধন ব্যাংক (Bandhan Bank)। এই ব্যাংক লোন দেবার পাশাপাশি উন্নত সুদ দেবার জন্য পরিচিত। সম্প্রতি ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে বন্ধন ব্যাংকের নতুন সেভিংস অ্যাকাউন্টটি (Savings Account) সুদের হারে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বন্ধন ব্যাংকে সুদের হারে কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
বর্তমানে সেভিংস অ্যাকাউন্টের দৈনিক ব্যলেন্সে ১ লক্ষ টাকা থাকলে ৩ শতাংশ সুদ দেওয়া হয়ে থাকে।
সেভিংস অ্যাকাউন্টের দৈনিক ব্যালেন্সে ১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার মধ্যে যদি ব্যালান্স থাকে সেক্ষেত্রে দেওয়া হয় ৬% সুদ।
আরো পড়ুন: দরকার পড়বে না রিজার্ভেশনের, ভাড়া থাকবে অনেক কম! এবার গরিবদের জন্য বন্দে ভারত আনছে ভারতীয় রেল
সেভিংস অ্যাকাউন্টের দৈনিক ব্যালেন্স ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকার মধ্যে যদি অর্থ থাকে সেক্ষেত্রে দেওয়া হয় ৭ শতাংশ সুদ।
সেভিংস অ্যাকাউন্টের দৈনিক ব্যালেন্সে ২ কোটি টাকা থেকে ১০ কোটি টাকার মধ্যে যদি অর্থ রাখতে পারেন আপনি তাহলে পাবেন মোট অর্থের উপর ৬.২৫% সুদ।
সেভিংস অ্যাকাউন্টের দৈনিক ব্যালেন্সে ১০ কোটি থেকে ৫০ কোটি টাকার মধ্যে অর্থ থাকলে ব্যাংকের তরফ থেকে দেওয়া হয় ৬.৫০ শতাংশ সুদ।
সেভিংস অ্যাকাউন্টের দৈনিক ব্যালেন্সে যদি ৫০ কোটি টাকার বেশি অর্থ থাকে সে ক্ষেত্রে আপনি কত সুদের হার পাবেন তা জানার জন্য যোগাযোগ করতে হবে ব্যাংকের আধিকারিকদের সঙ্গে।
আরো পড়ুন: পথ দেখাচ্ছেন কেরলের এই ব্যবসায়ী ,এখন ঘরে বসেই মাস গেলে আয় করছেন লাখ লাখ টাকা
তবে সুদ পাবার ক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে কিছু নিয়ম রাখা হয়েছে যা মেনে চলতে হবে আপনাকে। বন্ধন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে দৈনিক ব্যালেন্সের উপর ভিত্তি করে ক্যালেন্ডারের প্রতি ত্রইমাসিকে সুদ দেওয়া হয়।প্রতিবছর ৩০ জুন, ৩০ সেপ্টেম্বর, ৩১ শে ডিসেম্বর এবং ৩১শে মার্চ সুদ দেওয়া হয়ে থাকে গ্রাহকদের।