বলিউডে পা রাখার আগে বদলে ফেলেছেন‌ আসল নাম, শাহরুখ খান ফ্যান হয়েও অনেকেই আজও জানেন না তার আসল নাম!

বলিউডে মোটামুটি প্রায় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর আসল নাম আমরা কেউ জানি না কারণ অনেক অভিনেতা-অভিনেত্রী নিজের নাম বদল করে আসেন বলিউডে অভিনয় করতে। এই নাম বদলের পেছনে একটি বড় কারণ হলো জ্যোতিষ শাস্ত্র(Astrology)। অনেকেই জ্যোতিষ শাস্ত্র মতে বিশ্বাস করে নিজের নাম বদল করে বলিউডে প্রবেশ করেন শুধুমাত্র খ্যাতি অর্জন করার জন্য।

অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার, সকলেরই নাম রয়েছে এই তালিকায়। তবে আজ এমন একজনের নাম আমরা বলবো যাকে কিং খান বলেই সবাই জানি। এই মানুষটির আসল নাম যে অন্য কিছু হতে পারে সেটাই কল্পনা করতে পারি না আমরা। ঠিকই ধরেছেন কথা বলবো শাহরুখ খানের(Shahrukh Khan)।

আরো পড়ুন: ৯২ বছর বয়সে ৫৭ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক, যিনি পশ্চিমবঙ্গের অন্যতম ধনী ব্যক্তি

শাহরুখ খানের বাবা মোহাম্মদ খান ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি স্বাধীনতা সংগ্রামে লড়তে গিয়ে জেল পর্যন্ত খেটেছিলেন। পরবর্তীকালে মৌলানা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে ছিলেন। পরবর্তী সময়ে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ খান, শাহরুখের বয়স তখন মাত্র ১৫ বছর।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ভীষণ ভালো ছিলেন শাহরুখ খান। ইংরেজিতে যদিও কিছুটা কাঁচা ছিলেন কিন্তু তাও নিজেকে প্রস্তুত করেছিলেন পরবর্তীকালে। অনেকেই জানেন না, শাহরুখ খান বলিউডের প্রথম অভিনেতা যিনি নাসায় গিয়ে শুট করেছিলেন। ঠিকই রয়েছেন কথা বলছি “স্বদেশ” সিনেমার।

আরো পড়ুন: মুকেশ আম্বানি ও রয়েছেন তার পিছনে ইনি হচ্ছেন রিলায়েন্সের সর্বোচ্চ বেতনভোগী কর্মচারী, জানুন পরিচয়

যে শাহরুখ খানকে নিয়ে এত কথা সেই শাহরুখ খানের প্রকৃত নাম কিন্তু শাহরুখ নয়। শাহরুখ খানের আসল নাম আব্দুল রশিদ খান। নামটি শাহরুখের দিদিমার দেওয়া। পরবর্তীকালে বাবা মা নাম বদলে শাহরুখ খান রাখেন। পরবর্তীকালে কিং খান, বাদশা সহ আরো নানান উপাধি পেলেও শাহরুখ খানের এই জন্মগত নাম এখন আমাদের কাছে রয়ে গেছে অজানা।