দক্ষিণের এই ৫ সুপারস্টারের পড়াশোনার দৌড় দেখে লজ্জা পাবে একাধিক বলিউড তারকা

বলিউড(Bollywood) তারকা মানেই অশিক্ষিত, এমন একটি বদ্ধমূল ধারণা আমাদের মনে রয়েছে সব সময় কিন্তু যদিও এটা সব ক্ষেত্রে সঠিক নয়। তবে এটা মানতেই হবে বলিউড তারকাদের থেকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের শিক্ষাগত যোগ্যতা অনেকটাই বেশি। পড়াশোনা হোক অথবা নিজেদের সংস্কৃতি তুলে ধরার দিক থেকে হোক, সব ক্ষেত্রেই সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা এগিয়ে রয়েছেন অনেকটাই। আজ তেমন কয়েকজন সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি(South film industry) তারকাদের সঙ্গে পরিচয় করাবো আপনাদের যারা একজন বিখ্যাত তারকা হওয়ার পাশাপাশি একজন শিক্ষিত মানুষ।

Allu Arjun

আল্লু অর্জুন (Allu Arjun): নিঃসন্দেহে আল্লু অর্জুন দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বড় সুপারস্টার। পুষ্পা সিনেমার হাত ধরে রাতারাতি বলিউডেও নিজের মাটি শক্ত করেছেন তিনি। আল্লু অর্জুন চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল থেকে পড়াশোনা করেছেন এবং হায়দ্রাবাদের এম এস আর কলেজ থেকে বিবিএ ডিগ্রী অর্জন করেছেন।

আরো পড়ুন: কলকাতার এই রেস্তোরাঁগুলি পেল বিশ্বসেরার মর্যাদা, তালিকায় শামিল রয়েছে ভারতের ৭ টি রেস্টুরেন্টের নাম

Prabhas

প্রভাস(Prabhas): সাউথের অন্যতম জনপ্রিয় তারকা প্রভাস হায়দ্রাবাদের শ্রীচৈতন্য কলেজ থেকে বিটেক ডিগ্রী অর্জন করেছেন। নিঃসন্দেহে তিনি একজন বড় তারকা হওয়ার পাশাপাশি একজন শিক্ষিত মানুষ। বর্তমানে আদিপুরুষ সিনেমায় অভিনয় করে চর্চার শিরোনামে রয়েছে অভিনেতা।

Vijay Devarakonda

বিজয় দেবেরকোন্ডা(Bijoy divergonda): ন্যাশনাল ক্র্যাশ বিজয় হায়দ্রাবাদের বাদ্রুকা কলেজ অব কমার্স এন্ড আর্টস থেকে পড়াশোনা করে বি কম ডিগ্রী অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনের কারণে মাঝে মাঝেই খবরের শিরোনাম ছিনিয়ে নেন বিজয়।

Dhanush

আরো পড়ুন: চাপ বাড়লো মুকেশ আম্বানি সংস্থার, ভারতের টেলিকম সেক্টরে রাজকীয় এন্ট্রি হতে চলেছে Elon Musk এর

ধানুশ(Dhanush): রজনীকান্তের প্রাক্তন জামাই মাদুরাইয়ের কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতক হয়েছেন। একাধিক প্রেমের কারণে বিয়ের সম্পর্ক ভেঙে যায় এবং অভিনেতা বিতর্কের শিরোনামে উঠে আসেন।

Ram Charan

রাম চরণ(Ram Charan): আর আর আর সিনেমার দৌলতে এখন এই অভিনেতাকে আমরা সকলেই চিনি। রামচরণ নিঃসন্দেহে একজন বিখ্যাত তারকা, তবে পড়াশোনাতেও কিন্তু তিনি দুর্দান্ত মেধাবী ছিলেন। তিনি প্রথমে হায়দ্রাবাদের সেন্ট মেরি কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং পরে লন্ডন স্কুল অফ আর্টস এবং নমিত কাপুর অ্যাক্টিং স্কুল থেকে অভিনয় শিখেছিলেন।