আমেরিকার বিজ্ঞাপন টাইম স্কোয়ারে অভিষেক মহেশ কন্যা সিতারার, বছর এগারোর এই বালিকার পারিশ্রমিক শুনলে হতবাক হবেন আপনিও

সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu) এবং বলিউড অভিনেত্রী নম্রতা শিরোধকার (Namrata Shirodkar) একজন অনবদ্য জুটি। এই তারকা দম্পতির একমাত্র কন্যা সিতারা এখনো অভিনয় জগতের পদার্পণ না করলেও পরিচিতি কিন্তু বিন্দুমাত্র কম নয় সেলিব্রেটিতে তুলনায়। এখনই সমাজমাধ্যমে প্রায় ১৩ লক্ষ ফলোয়ার সিতারার।

Mahesh Babu daughter Sitara

সম্প্রতি পড়াশোনার পাশাপাশি মডেলিং-এর কাজ শুরু করে দিয়েছে সে। মাত্র ১১ বছর বয়সেই নিউইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়াডের বিলবোর্ডে দেখা গেছে কন্যার ছবি। এই নামী গয়নার ব্র্যান্ডের জন্য ফটোশুট করার বিনিময়ে তিনি যে পরিমাণ পারিশ্রমিক নিয়েছেন তা শুনলে অবাক হয়ে যাবেন আপনি।

আরো পড়ুন: ব্রহ্মাণ্ড পুরাণ থেকে অনুপ্রাণিত!মেয়ের অভিনব নাম রাখলেন অভিনেতা রামচরণ, নামের অর্থ জেনে চমকে জানেন আপনিও

গত ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপিত হয়। নীল সাদা এবং লাল রঙে সেজে উঠেছিল গোটা আমেরিকাবাসী। স্বাধীনতা দিবসের দিন মহেশ কন্যাকে দেখা যায় টাইম স্কোয়াডের বিলবোর্ডে। ছবিটি ভাইরাল হতে না হতেই তারকা কন্যাকে শুভেচ্ছা জানাতে শুরু করে সারা বিশ্বের অনুরাগীরা।

Mahesh Babu daughter Sitara

সিতারাই হলেন প্রথম এমন তারকা, যিনি মাত্র ১১ বছর বয়সে বিলবোর্ডে নিজের মুখ দেখাতে পেরেছেন। মেয়ের এই ছবি পোস্ট করে গর্বিত বাবা মহেশ বাবু (Mahesh Babu) লিখেছেন, “তুমি টাইম স্কোয়ারকে আরো বেশি উজ্জ্বল করে তুলেছ। আগামী দিনে এভাবেই নিজের দীপ্তি ছড়াতে থাকো”।

আরো পড়ুন: সালমান থেকে শাহরুখ! বলিউডের এই ১০ তারকার মাসিক ইলেকট্রিক বিল শুনে কপালে উঠবে চোখ

প্রসঙ্গত, আমেরিকার ওই গয়না বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক হিসাবে সিতারা পেয়েছেন ১ কোটি টাকা। মেয়ের এই সাফল্যে খুশি মহেশ বাবুর পাশাপাশি অভিনেত্রী নম্রতাও। নম্রতা ফেসবুকে নিজের মেয়ের ছবি পোস্ট করে লিখেছেন, “দেখো টাইম স্কয়ারে কার অভিষেক হলো!! আমি যে কথাটা গর্বিত তা ভাষায় প্রকাশ করা যাবে না”।