চাপ বাড়লো আম জনতার, LPG থেকে ক্রেডিট কার্ড, অগস্টের শুরু থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম!

প্রত্যেক মাসের শুরুর দিকেই অর্থনীতির দিক থেকে কিছু না কিছু পরিবর্তন আসে। ঠিক তেমনি আগস্ট মাস শুরু হবার আগেই একাধিক আর্থিক ক্ষেত্রে বদল আসতে চলেছে। অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডের(Credit Card)নিয়ম থেকে শুরু করে গ্যাস সিলিন্ডার সবেতেই আসবে বড় সড় পরিবর্তন।

চলুন জেনে নেওয়া যাক ২০২৩ সালের ১ আগস্ট (August Rules Change) থেকে কি কি ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে কিভাবে সরাসরি প্রভাব ফেলবে।

আরো পড়ুন: পথ দেখাচ্ছেন কেরলের এই ব্যবসায়ী ,এখন ঘরে বসেই মাস গেলে আয় করছেন লাখ লাখ টাকা

বিলম্বিত আইটিআর ফাইল করার সুযোগ: ৩১ শে জুলাই পর্যন্ত যারা ইনকাম ট্যাক্স রিটার্ন (income tax return) করতে পারেননি, তাদের জন্য আরও একবার সুযোগ আসতে চলেছে আগস্ট মাসে। ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিলম্বিত আইডিয়ার ফাইলিং এর উইন্ডো খোলা থাকবে।

এক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডের পরিবর্তন: আগস্ট মাস থেকে এক্সিস ব্যাঙ্ক রিওয়ার্ড প্রোগ্রাম, সুদের হার এবং বিভিন্ন ক্রেডিট কার্ড অফারের জন্য বার্ষিক চার্জ সংশোধিত হতে চলেছে। এই পরিবর্তনগুলির ফলেই ক্রেডিট কার্ডের ব্যবহার এবং খরচ প্রভাবিত হবে। আপনি চাইলে অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড সংক্রান্ত অফিশিয়াল সাইটে গিয়ে সমস্ত তথ্য জেনে নিতে পারেন।

গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন: প্রতিমাসে শুরুর দিকেই এলপিজি সিলিন্ডারের দাম আপডেট হয়। তবে গত মাসের সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন না হলেও এই মাসে সিলিন্ডারের দাম এই বদলে আসতে পারি বলে মনে করা হচ্ছে।

MSME-এর জন্য সরকারি উদ্যোগ: MSME-কে সমর্থন করতে এবং আর্থিক উন্নয়নের জন্য নতুন উদ্যোগ নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে সরকার আগামী মাস থেকে। এই উদ্যোগ নেওয়া হলে ঋণ, ভর্তুকি এবং কর সুবিধার অ্যাক্সেস বৃদ্ধির মত একাধিক সুযোগ সুবিধা পাবেন। ছোট ব্যবসার ক্ষেত্রেও বিশাল সুযোগ সুবিধা আসতে চলেছে আগামী মাসে

আরো পড়ুন: চীন ঝটকা খেতেই এবার ভারতের হাতে-পায়ে পড়ল Elon Musk, করলেন সুর নরম

রিয়েল এস্টেট বাজার: ক্রেতা এবং বিক্রেতারা লাভবান হতে পারেন আগামী মাসে। আগামী দিনে বিভিন্ন রাজ্যে রিয়েল এস্টেট অ্যাক্ট বাস্তবায়ন আপডেট হতে পারে তাই এখন থেকেই ক্রেতাদের রিয়েল এস্টেট বাজারের উপর নজর রাখা উচিত।

বুঝতেই পারছেন, আগামী মাসে পড়তে না পড়তেই গোটা অর্থনীতিতেই আসতে চলেছে বদল। মাস এগোবে, তত এই সমস্ত ঘোষণার দিকে নজর রাখতে হবে সাধারণ মানুষকে, কারণ সরকার প্রতিনিয়ত নিত্যনতুন আপডেট নিয়ে আসবেন গ্রাহকদের জন্য।