দক্ষিণ এশিয়ার(Asia)অন্যতম বৃহত্তম রাষ্ট্র হল আমাদের ভারত বর্ষ(India)। পশ্চিমে পাকিস্তান, পূর্বে মায়ানমার, বাংলাদেশ, দক্ষিণে শ্রীলংকা এবং উত্তর পূর্বে নেপাল, চিন এবং ভুটান ঘিরে রয়েছে আমাদের এই ভারত বর্ষ। আমরা আমাদের রাষ্ট্র নিয়ে ভীষণভাবে গর্ববোধ করি কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানে না ভারতবর্ষের ইংরেজি শব্দ অর্থাৎ INDIA কথাটির পুরো অর্থ কি? চলুন আজ আপনাকে তেমনই আরো কয়েকটি প্রশ্ন উত্তরের হদিশ দেবো আমরা।
১) কোন প্রাণীর রক্ত নীল?
উ: অক্টোপাস, অক্টোপাসের শরীরে হিমোসায়ানিন বলে একটি বস্তু থাকে যার ফলে অক্টোপাসের রক্তের রং নীল।
২) বিশ্বের কোন দেশে সাপ দেখতে পাওয়া যায় না?
উ: নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডে।
৩) ভারতীয় একটি ১০ টাকার কয়েন তৈরি করতে মোট কত টাকা খরচ হয়?
উ: ভারতের একটি ১০ টাকার কয়েন তৈরি করতে খরচ হয় ৫ টাকা ৫৪ পয়সা।
৪) এমনকি যা আমাদের কাছে এসে পৌঁছয় না, কিন্তু আমাদের সামনেই রয়েছে?
উ: আগামীকাল।
৫) কোন পাহাড় প্রতিদিন রং পরিবর্তন করে?
উ: অস্ট্রেলিয়ার আয়ার্স রক।
আরো পড়ুন: স্বল্প পুঁজি বিনিয়োগ করে আজই শুরু করুন এই ব্যবসা, মাস গেলে আয় করবেন ৫ থেকে ১০ লক্ষ টাকা
৬) কোন পাখি ২৪০ মাইল বেগে উড়তে পারে?
উ: পেরিগ্রেন ফ্যালকন।
৭) ভারতের কোন রাজ্যে বিবাহ করার আগে মেয়েদের মেলার আয়োজন করা হয়?
উ: বিহারে প্রতিবছর মেয়েদের বিয়ের জন্য মেলার আয়োজন করা হয়।
৮) ভারতের কোন রাজ্যটি ভাসমান পার্ক রয়েছে?
উ: মণিপুরে।
৯) বিষের আনুমানিক কত মানুষ বাম হাতি?
উ: ১১ শতাংশ।
১০) দেশের কোন গ্রামে মহিলারা বস্ত্র ছাড়াই চলাফেরা করেন?
উ: হিমাচল প্রদেশের মণিকর্ণ গ্রামে।
১১) কোন শহরকে কুস্তিগীরের শহর বলা হয়?
উ: মহারাষ্ট্রের কোলাপুর শহরকে।
১২) কোন প্রাণীটি দুঃখের সময় লাল রঙের ঘাম ফেলে?
উ: জলহস্তী।
১৩) কোন ফুলের ওজন প্রায় ১০ কেজি?
উ: র্যাফ্লেসিয়া আর্নল্ডি।
১৪) ভারতবর্ষের কোন জায়গায় হরিণকে নাচ করতে দেখা যায়?
উ: মণিপুরে।
আরো পড়ুন: প্রিয়াঙ্কা, দীপিকা-ঐশ্বর্য নয় ! এই বলিউড অভিনেত্রী প্রথম পা রেখেছিলেন হলিউডে
১৫) INDIA কথাটির পুরো অর্থ কি?
উ: Independent National Democratic Intelligent Area