৩ মাসের শিশুর নামও করা যাবে LIC-র এই দুর্দান্ত পলিসি, মিলবে ১.২৫ লক্ষ টাকা গ্যারান্টি রিটার্ন

এবার নতুন এক পলিসি নিয়ে এসেছে দেশের বৃহত্তম বিমা সংস্থা এলআইসি (Life Insurance Corporation of India), যার নাম হলো ‘ধন বৃদ্ধি’ (LIC Dhan Vridhi Scheme)। এলআইসি বরাবরই তার গ্রাহকদের জন্য নানারকমের পলিসি নিয়ে আসে। এই নতুন পলিসিতে গ্রাহকরা বিমা কভারের সঙ্গে নিশ্চিত রিটার্ন পাবেন। এটি একটি একক প্রিমিয়াম জীবন বীমা প্ল্যান। এটি চলতি বছরের ২৩শে জুন থেকে চালু হয়েছে এবং এই পলিসি কেনার শেষ তারিখ হলো ২০২৩ সালের ৩০শে সেপ্টেম্বর।

Life Insurance Corporation of India
এই পলিসিতে জনগণের সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকবে। এই পলিসির সবচেয়ে বড় সুবিধা হলো, এটি শিশুর (Child) নামেও কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক এই পলিসির বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত। এলআইসি ধন বৃদ্ধি পলিসিতে গ্রাহক বিমা কভার সহ নিশ্চিত রিটার্নের সুবিধা পাবেন। পলিসি গ্রাহকের মৃত্যু হলে তাঁর পরিবার আর্থিক সহায়তা পাবেন, এছাড়া পলিসির মেয়াদপূর্তি হলে একটি নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে (Life Insurance Corporation of India)।

আরো পড়ুন: অবিশ্বাস্য বললেও কম হবে, সকলকে চমকে দিয়ে বাংলাদেশের পদ্মা সেতু গড়ল নতুন রেকর্ড

‘ধন বৃদ্ধি’ (LIC Dhan Vridhi Scheme) পলিসির গ্রাহকরা দুটি সুবিধা পেতে পারেন। প্রথমত, ১.২৫ গুণ রিটার্ন পাওয়া যাবে। দ্বিতীয়ত, ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে ১০ গুণ রিটার্ন পাওয়া যাবে, তবে উভয় ক্ষেত্রে প্রিমিয়াম ভিন্ন হবে। এলআইসির ‘ধন বৃদ্ধি’ পলিসির মেয়াদপূর্তির সময়কাল রাখা হয়েছে ১০, ১৫ ও ১৮ বছর। এই পলিসির গ্রাহক হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে ৯০ দিন বা ৩ মাস, অর্থাৎ শিশুদের নামেও পলিসিটি নামেও কেনা যাবে।

Life Insurance Corporation of India
এলআইসি ‘ধন বৃদ্ধি’ পলিসির ঝুঁকির কভার শুরু হওয়ার পরে মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই গ্রাহকের মৃত্যু হলে মূল টাকা এবং তার উপর অর্জিত ‘গ্যারান্টিড রিটার্ন’ মিলবে। এই ‘ধন বৃদ্ধি’ (LIC Dhan Vridhi Scheme) বিমা পলিসিতে একেবারে ন্যূনতম রিটার্নের পরিমাণ হলো ১.২৫ লক্ষ টাকা।

আরো পড়ুন: LIC এর দুর্দান্ত পলিসিতে বাজিমাত, অল্প বিনিয়োগেই মিলবে ৫ লক্ষ টাকা রিটার্ন

আপনি এই পলিসিটি সংস্থার বিমা এজেন্টের থেকে কিনতে পারেন, আবার অনলাইনের মাধ্যমেও এই পলিসি কিনতে পারেন। এই পলিসিতে গ্রাহকেরা অন্যান্য পলিসির মতো দুর্ঘটনাজনিত মৃত্যু সহ অন্যান্য সুবিধাও পাবেন, এছাড়া এই পলিসিতে ঋণের সুবিধাও পাওয়া যাবে।