নিঃসন্দেহে এলআইসি (Life Insurance Corporation of India) একটি বড় স্বযোগ্য এবং প্রতিষ্ঠিত ইন্সুরেন্স সংস্থা। গ্রাহকদের সুবিধার্থে নানা সময় নানারকম পরিকল্পনা নিয়ে এসেছে এলআইসি (LIC) । বর্তমানে গ্রাহকদের সুবিধার জন্য আরো একটি নতুন স্কিম নিয়ে আসতে চলেছে এলআইসি যার নাম আধার স্তম্ভ (Aadhar Stambh)। চলুন আজ এই আধার স্তম্ভ সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক।
এই আধার স্তম্ভ হল একটি নন লিংক অংশগ্রহণমূলক, সঞ্চয় পরিকল্পনা। বিশেষত পুরুষদের জন্য এই পলিসিটি তৈরি করা হয়েছে। প্রিমিয়ামের পরিমাণও বেশ কম। পলিসিটি যে দুর্দান্ত অফার নিয়ে এসেছে সেটি হল, যেকোনো রকম প্রতিকূল পরিস্থিতিতে পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পলিসি ভীষণভাবে গ্রহণযোগ্য। এই পলিসির বিনিয়োগকারী যদি মেয়াদ শেষ হওয়া অব্দি বেঁচে থাকতে পারেন তাহলে তিনি ম্যাচুইরিটির পুরো সুযোগ সুবিধা পাবেন।
আরো পড়ুন: General Knowledge Quiz: বর্ষাকালে আজই বাড়িতে লাগান এই গাছ, বাড়ির আনাচে কানাচে ঘেষবে না সাপ
আরো একটি বাড়তি সুযোগ সুবিধা হল, কোন কারনে যদি বিনিয়োগকারী ব্যক্তির অকাল মৃত্যু ঘটে সেক্ষেত্রে যিনি থাকবেন তিনি বিমার টাকা এবং লয়ালিটি অ্যাডিশনের টাকাও পাবেন। এই পলিসি(Policy)করলে বিনিয়োগকারীরা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের তরফ থেকে একটি বোনাসও পাবেন।
বিনিয়োগকারী লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের এই স্তম্ভ পলিসিতে যখনই পলিসির মেয়াদ শেষ হয়ে যাবে, তখনই বিনিয়োগকারী ম্যাচুরিটি এবং লয়্যালটি অ্যাডিশনের টাকা পেয়ে যাবেন। এছাড়াও এই পলিসিতে দুই বছরের জন্য অটো কভার সুযোগ সুবিধা দেওয়া হয় বিনিয়োগকারীকে। এই পলিসির আরো একটি বৈশিষ্ট্য হলো আপনি যদি কখনো কোন প্রিমিয়াম দিতে ভুলে যান, সে ক্ষেত্রেও আপনার পলিসি চলতে থাকবে।
এই পলিসিতে প্রিমিয়াম দেওয়ার জন্য অনেক বিকল্প রয়েছে যেমন বার্ষিক, দ্বিবার্ষিক, ত্রইমাসিক বা মাসিক। যদি আপনি আধার স্তম্ভ পলিসিতে বিনিয়োগ করেন তাহলে কমপক্ষে ২ লক্ষ টাকা এবং সর্বাধিক ৫ লক্ষ টাকা পাবেন আপনি।
আরো পড়ুন: অক্সিজেন থেকে জ্বালানি! একাধিক বিরল সম্পদে ঠাসা চন্দ্রপৃষ্ঠ, খুব শিগগিরই খননকার্য চালাবে NASA
এবার চলুন জেনে নেওয়া যাক এই পলিসিতে বিনিয়োগ করলে কি কি যোগ্যতা থাকতে হবে আপনার? আধার স্তম্ভ পলিসিতে বিনিয়োগ করতে গেলে আপনার নূন্যতম বয়স হতে হবে ৪ বছর, সর্বোচ্চ বয়স ৫৫ বছর। তবে পলিসিতে ম্যাচিউরিটি হওয়ার জন্য নূন্যতম বয়স লাগবে ১৮ বছর এবং সর্বাধিক ৭০ বছর। আপনি যদি নাবালকের জন্যই পলিসি করতে চান তাহলে ১৮ বছর হবার পর এই পলিসিতে বেশ কিছু পরিবর্তন আসবে যা মেনে চলতে হবে আপনাকে।