বাইক প্রস্তুতকারী সংস্থা গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় সংস্থা কেটিএম (KTM) এর নাম শোনেনি এমন লোক খুব কম দেখতে পাওয়া যায়। নানা ধরনের রডস্টার ডিজাইনের বাইক প্রস্তুতকারী সংস্থা হিসেবে কেটিইম (KTM) বিখ্যাত। এই সংস্থার ডিউক মডেলের বাইক গুলি সবার মন ছুঁয়ে গেছে। এবার সবাইকে চমকে দিয়ে কেটিএম বিশ্ব বাজারে আনতে চলেছে তাদের নতুন একটি সাইকেল। হ্যা, ঠিকই শুনেছেন, কেটিএম এবার বিশ্ববাজারে আনতে চলেছে ম্যাকিনা রেভেলেটর এসএক্স প্রাইম (Macina Revelator SX Prime) নামক ব্যাটারি চালিত সাইকেল।
সাইকেলটি ব্যাটারি চালিত হলেও এর ওজন তুলোনামুলকভাবে অনেক হালকা, কারণ সাইকেলটিতে অন্যান্য উপাদানের সাথে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে কার্বন ফ্রেম, যার জন্য এই ই সাইকেলটি টেকসই এবং এর ওজনও তুলনামূলকভাবে অনেক কম, মাত্র ১৩.৩ কেজি। যেহেতু এটি সাইকেল তাই এর সর্বোচ্চ গতিবেগ রাখা হয়েছে প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার। সাইকেলটির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে বোসের কমপ্যাকটিউব ৪০০ ওয়াট হাওয়ার এবং চার্জার হিসেবে থাকছে বোসের ৪এ চার্জার। সাইকেলটিকে টিউনিং করার জন্যে রয়েছে বোসের ই বাইক ফ্লো অ্যাপ (Bosch eBike Flow)।
আরো পড়ুন: ভয়ে কাঁপবে শত্রু দেশ চীন সহ পাকিস্তান, খুব শীঘ্রই দেশে আসবে আরো রাফাল ফাইটার ও সাবমেরিন!
সুরক্ষার কথা মাথায় রেখে সাইকেলটির সামনে রয়েছে স্মার্ট ডিসপ্লে। মসৃণ রাইডিংয়ের এবং উন্নত স্টপিং পাওয়ারের জন্য এতে রয়েছে শিমারো ১০৫ আর৭১৭০ (Shimano 105 R7170) হাইড্রলিক ডিস্ক ব্রেক। সাইকেলটি সর্বোচ্চ ১০৯ কেজি ওজন বহনে সক্ষম। জানা গেছে, ২০২৪ সালে চালু হবে এই কেটিএম ম্যাকিনা রেভেলেটর এসএক্স প্রাইম (KTM Macina Revelator SX Prime)। কেটিমের এই ব্যাটারি চালিত সাইকেলটির দাম রাখা হতে পারে আমেরিকান মুদ্রাতে আনুমানিক ৮৬০০০ ডলার। প্রসঙ্গত, বর্তমান বিশ্ব বাজারে ই বাইক যথেষ্ঠ জনপ্রিয়।
আরো পড়ুন: IRCTC-তে রয়েছে দুর্দান্ত কাজের সুযোগ! জানুন যোগ্যতা সহ, আবেদন পদ্ধতি
বহু সংস্থাই বাজারে হাজির করেছে ই বাইক। ভারতেও রীতিমতো সাড়া ফেলেছে এই সকল ব্যাটারি চালিত বাইক। নিত্য যাতায়াতের ঝক্কি কমাতে অনেকেই এই বাইকগুলি ব্যবহার করতে শুরু করেছেন। ভারতের বাজারে ই বাইকের দাম মাত্র ২৮,০০০ থেকে ৩০,০০০ টাকা। ২০২৩ সালের শেষের দিকে কেটিএম ভারতের বাজারে আনতে চলেছে 390 সিসির একক সিলিন্ডার ইঞ্জিনের কেটিএম ৩৯০ ডিউক (KTM 390 Duke) বাইক, যা ইতিপূর্বে বাজারে আসা ডিউক মডেলের বাইকগুলির মধ্যে সবচেয়ে বড় মডেল। এই বাইকের দাম রাখা হয়েছে ৩.২ লাখ থেকে ৩.৩ লাখ টাকা।