শাহরুখ খান (Shahrukh Khan) নামটি মানেই সকলের চোখে মুখে এক আনন্দের ছোঁয়া। শাহরুখ খানের ক্রেজ সর্বদাই, তবে মাঝে কিছুদিন তাঁর দাপট কমে যাওয়ায় ভক্তরা নিরাশ হলেও ফের আবার তাঁকে তাঁর ফর্মে ফিরতে দেখা গেছে, যা দেখে ভক্তরা যেমন আপ্লুত, ঠিক তেমনি অবাক হয়েছেন চলচ্চিত্র সমালোচক কামাল আর খান (KRK)। পাঠান ও জওয়ান নামক সিনেমার আয় দেখে অবাক কেআরকে।
আরো পড়ুন: চাঁদের তাপমাত্রা পরিমাপ করতে গিয়ে ISRO বিজ্ঞানীদের সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, যা জেনে কপালে উঠবে চোখ
এই কারণেই শাহরুখের আসন্ন সিনেমার মুক্তির তিন মাস আগে সেই সিনেমার সাফল্য তথা বক্স অফিস সংগ্রহের বিষয়ে তিনি ভবিষ্যদ্বাণী করেন কেআরকে। ২০২৩ সালে দুটি বড় হিট সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। জানুয়ারিতে মুক্তি পাওয়া তাঁর সিনেমা পাঠান (Pathan), যা বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জওয়ান ৫০০ কোটি টাকার অঙ্ক পেরিয়েছে।
এমন পরিস্থিতিতে, শাহরুখ খানকে অভিনন্দন জানিয়েছেন কেআরকে। শুধু তাই নয়, কেআরকে, শাহরুখের আসন্ন সিনেমা ডাঙ্কির বক্স অফিস সংগ্রহের ভবিষ্যদ্বাণী করেছেন। শাহরুখ খান অভিনীত পাঠান নামক সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৫৪৩.০৩ কোটি টাকা এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ১০৫৫ কোটি টাকা আয় করেছিল। জওয়ান (Jawan) নামক সিনেমাটির কথা বলতে গেলে, অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাটি বর্তমানে বক্স অফিসে রাজত্ব করছে।
আরো পড়ুন: ভারতকে নতুন দিশা দেখাবে মুকেশ আম্বানি সংস্থা, AI নিয়ে করলেন বড় ঘোষণা
শাহরুখ খান এবং নয়নথারা (Nayanthara) অভিনীত জওয়ান নামক সিনেমাটি মাত্র পাঁচ দিনে ভারতীয় বক্স অফিসে ৩১১.১৬ কোটি টাকা আয় করেছে। এটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। জওয়ান ও পাঠান সিনেমার পর এবার শাহরুখ খানের তৃতীয় সিনেমা আসতে চলেছে। তাঁর এই তৃতীয় সিনেমার নাম ডাঙ্কি। এই সিনেমাটি চলতি বছরের শেষের দিকে ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমাটির মুক্তির এখনো তিন মাসেরও বেশি সময় বাকি এবং কেআরকে ইতিমধ্যেই সিনেমার সংগ্রহ নিয়ে মন্তব্য করতে শুরু করেছেন। টুইটারে কেআরকে লিখেছেন, তাঁর মনে হয় শাহরুখ অভিনীত ডাঙ্কি নামক সিনেমাটি ভারতে ৭০০ থেকে ৮০০ কোটি টাকার ব্যবসা করবে। শাহরুখ খানকে জানিয়েছেন অগ্রিম অভিনন্দন।