কেউ মাধ্যমিক পাস, আবার কেউ কলেজ ড্রপ আউট! টলিউড অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা জেনে কপালে উঠবে চোখ

শিক্ষাগত যোগ্যতা দিয়ে কখনোই কোন মানুষকে বিচার করা যায় না এটা আমরা সকলেই জানি কিন্তু বিনোদন জগতের সঙ্গে যদি আমরা শিক্ষাগত যোগ্যতার তুলনা করতে যাই সে ক্ষেত্রে টলিউড জগতের এমন অনেক অভিনেত্রী (Tollywood Actress) রয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতা তেমন নয়। আজ আমরা টলিউডের কয়েক অভিনেত্রীর শিক্ষাগত(Education) যোগ্যতা সম্পর্কে আলোচনা করব এই প্রতিবেদনে।

Rochona Banerjee

রচনা ব্যানার্জি (Rachana Banerjee): প্রথমে উড়িয়া এবং তারপর হিন্দি, সর্বশেষ বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দিদি নাম্বার ওয়ান। রচনা বন্দ্যোপাধ্যায় কত দূর পড়াশোনা করেছেন তা সঠিকভাবে জানা না গেলেও শোনা যায় তিনি স্নাতক পাস করেছিলেন।

আরো পড়ুন: Jio Bharat দাম মাত্র ৯৯৯ টাকা ! জলের দরে দুর্দান্ত ফোন বাজারে আনল Reliance Jio

Subhashree Ganguly

শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly): “ইন্দুবালার ভাতের হোটেল” নামক ওয়েব সিরিজে অসাধারণ অভিনয় করে আরো একবার শিরোনাম ছিনিয়ে নিয়েছেন রাজ ঘরণী। খুব অল্প বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন ঠিকই কিন্তু অভিনয় করার পাশাপাশি তিনি পড়াশোনা করেছিলেন সমান তালে। শুভশ্রী ম্যানেজমেন্ট স্নাতক হয়েছিলেন।

Rituparna Sengupta

ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta): টলিউডের অন্যতম মেরুদন্ড ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয়ের পাশাপাশি পড়াশোনা যথেষ্ট মেধাবী ছিলেন। জানা যায় কলকাতার খ্যাতনামা কলেজ লেডি বেব্রন থেকে তিনি ইতিহাসে স্নাতক পাস করেছিলেন।

আরো পড়ুন: মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করুন ১৩ টি প্রাণী, আর মেতে উঠুন অসাধারণ এই খেলায়

Nusrat Jahan

নুসরাত জাহান (Nusrat Jahan): অভিনয় জগতের থেকে বেশি ব্যক্তিগত জীবনের জন্য খবরের শিরোনামে থাকেন এই অভিনেত্রী। তাঁর অভিনয় যেমনই হোক না কেন পড়াশোনায় কিন্তু তিনি ছিলেন ভীষণ মেধাবী। ভবানীপুর কলেজ থেকে বিকম অনার্স পাস করেছিলেন তিনি।

Srabanti Chatterjee

শ্রাবন্তী চ্যাটার্জী (Srabonti Chatterjee): শিশু শিল্পী হিসেবে অভিনয় জগত শুরু করলেও ব্যক্তিগত সমস্যার কারণে মাঝে তিনি অভিনয় ছেড়ে দিয়েছিলেন। প্রথম বিবাহ বিচ্ছেদ হবার পর আরো একবার তিনি ফিরে আসেন টলিউড এবং আজ তিনি একজন সিঙ্গেল মাদার। তবে খুব কম বয়সের অভিনয় জগতে প্রবেশ করার কারণে তিনি স্কুল পাশ করতে পারেননি।

Koel Mallick

কোয়েল মল্লিক (Koel Mallick): পড়াশুনো শেষ করে তবে তিনি টলিউডের পদার্পণ করেছিলেন তাই পড়াশোনায় যে তিনি ভীষণ মেধাবী ছিলেন তা বলাই বাহুল্য। কোয়েল সাইকোলজি নিয়ে গোখেল মেমোরিয়াল কলেজ থেকে পড়াশোনা করেছিলেন।

Rukmini Maitra

রুক্মিণী মৈত্র (Rukmini Maitro): টলিউডের সব থেকে শিক্ষিত অভিনেত্রী রুক্মিণী। এমবিএ ডিগ্রিধারী এই অভিনেত্রী কলকাতা লরেটো কলেজ থেকে পড়াশোনা করেছিলেন।