ফরাসি প্রেসিডেন্ট(President) মাক্রর আমন্ত্রণে সাড়া দিয়ে “বাস্তিল দিবস” কর্মসূচিতে যোগদান করার জন্য দু দিনের সফরে বৃহস্পতিবার প্যারিসে(Paris) গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্যারিসে এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেছিলেন তিনি।
প্যারিসে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকারের সময় ভারতবর্ষে তরফ থেকে যে উপহার প্রধানমন্ত্রী দিয়েছেন সেই তালিকায় ছিল একটি পচাম্পল্লি ইক্কত সিল্ক শাড়ি, একটি মার্বেলের টেবিল, কাশ্মীরি গালিচা এবং চন্দন কাঠ দিয়ে তৈরি হাতির প্রতিকৃতি। ফরাসি প্রেসিডেন্টের বিশেষ পছন্দের বাদ্যযন্ত্র সেতারের প্রতিকৃতি দেওয়া হয়েছে বিশেষভাবে। প্রেসিডেন্টের বিশেষ পছন্দ এই বাদ্যযন্ত্রের প্রতিকৃতিটি তিনি নিজে বাজানোর চেষ্টাও করেছেন।
আরো পড়ুন: কীভাবে এক কোপে দুটি আপেলকে তিনটি আপেল করতে পারবেন? কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন এর উত্তর
এই বিশেষ উপহারটি তৈরি করেছেন দক্ষিণ ভারতীয় শিল্পীরা। সেতারটিতে গণেশ এবং সরস্বতীর মূর্তির পাশাপাশি খোদাই করা রয়েছে জাতীয় পাখি ময়ূরের প্রতিকৃতি। তেলেঙ্গানার শিল্পীদের তৈরি ইক্কাত সিল্ক শাড়িটি বিশেষভাবে উপহার দেওয়া হয়েছে প্রেসিডেন্টের স্ত্রী তথা ফ্রান্সের ফার্স্ট লেডিকে। চন্দন কাঠের বাক্সে ভরে এই শাড়িটি দেওয়া হয়েছে উপহার হিসেবে।
রাজস্থানের শিল্পীদের তৈরি মার্বেল পাথরের টেবিল দেওয়া হয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নকে। এই টেবিলটি তৈরি উচ্চমানের মার্বেল এবং অন্যান্য দামি পাথর দিয়ে।
ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়াায়েল ব্রাউন পিভেটকে হাতে বোনা সিল্কের কাশ্মীরি গালিচা উপহার হিসেবে দেওয়া হয়েছে। গুণগতমানের দিক থেকে কাশ্মীরি গালিচার জুড়ি মেলা ভার।
আরো পড়ুন: লোকাল ট্রেনের লেডিস কামরায় আনা হল নতুন নিয়ম, রাত ৯ টা বাজলেই চোখে পড়বে এই পরিবর্তন
ফ্রেঞ্চ সেনেটের প্রেসিডেন্ট জেরার্ড লার্চারকে উপহার হিসেবে দেওয়া হয়েছে হাতে খোদাই করা একটি চন্দন কাঠের হাতির মূর্তি। হাতি যেহেতু ভারতীয় সংস্কৃতিতে জ্ঞান শক্তি এবং সৌভাগ্যের প্রতীক, তাই সেই কথা মাথায় রেখে এই মূর্তি উপহার হিসেবে দেওয়া হয়।।