সম্প্রতি টুইটারের একটি প্রতিদ্বন্দ্বী অ্যাপ লঞ্চ হয়েছে যার নাম মেটা থ্রেড (Meta threads)। সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে আরও একটি নতুন অধ্যায় সূচনা হলো। লঞ্চের পর থেকেই এই নতুন অ্যাপ ব্যাপক সাড়া জাগিয়েছে সকল মহলে। আজ এই প্রতিবেদনে জেনে নেব এই থ্রেড অ্যাপ আসলে কি? কিভাবে আপনি ব্যবহার করবেন অথবা কতদূর নিরাপদ এই অ্যাপ? সবকিছু সবিস্তারে জেনে নেব আমরা।
মেটার ইনস্টাগ্রাম টিম(Instagram Team) এই নতুন অ্যাপ তৈরি করেছে। instagram অ্যাকাউন্ট থাকলে খুব সহজেই এই অ্যাপের সাইন ইন অথবা লগইন করতে পারবেন আপনি। টেক্সট আপডেট শেয়ার করার পাশাপাশি করতে পারবেন পাবলিক কনভারসেশন। ৫০০ ক্যারেক্টার পর্যন্ত টেক্সট লিখতে পারবেন আপনি। যোগ করা যাবে ছবি, ভিডিও। মূলত এই অ্যাপ একটি টেক্সট ভিত্তিক কনভারসেশন অ্যাপ, যা টুইটারের দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রকাশ্যে এসেছে।
আরো পড়ুন: গাড়ি বাড়ি তো সকলের আছে, মুকেশ আম্বানির মোট হেলিকপ্টার ও জেটের সংখ্যা শুনে কপালে উঠবে চোখ
কেন এত দেরি হল লঞ্চ করতে?
এই অ্যাপ নিয়ে কাজ চলছিল জানুয়ারি মাস থেকে। মেটা কর্তৃপক্ষ বিশেষ করে মার্ক জুকারবার্গ যেন এই অ্যাপ লঞ্চের জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিলেন তাই এত দিন দেরি হল এই অ্যাপ লঞ্চ করতে। আমরা সকলেই জানি সম্প্রতি ইলন মাস্ক টুইটারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা জারি করেছে যার ফলে টুইটার হয়ে গেছে সীমিত। টুইটার সীমিত হওয়ার সঙ্গে সঙ্গে মেটা সংস্থা একটি প্রতিদ্বন্দ্বী অ্যাপ হিসেবে লঞ্চ করল থ্রেড অ্যাপটিকে।

থ্রেডস এবং instagram সংযুক্ত হওয়ার ফলে কি সুবিধা হয়েছে?
ইনস্টাগ্রাম অ্যাপ থাকলেই আপনি থ্রেড অ্যাপে লগইন বা সাইন ইন করতে পারবেন। নতুন অ্যাপে লগ ইন করলেও একই থাকবে ইউজার নেম ফলোয়ার এবং ভেরিফিকেশন স্ট্যাটাস। একসঙ্গে সংযুক্ত থাকার ফলে যে কোন থ্রেড পোস্ট আপনি খুব সহজে ইন্সটাগ্রাম স্টেজে শেয়ার করতে পারবেন। আপনাকে যারা ইনস্টাগ্রাম বা থ্রেডস অ্যাপে ফলো করবেন তাদের পোস্ট আপনি দেখতে পাবেন আপনার ফিডে। এর পাশাপাশি আপনার কাছে আসবে রেকমেন্ডেশন, যে সমস্ত পোস্ট আপনি খুঁজে পাননি, তার নিরিখেই আসবে এই প্রস্তাব। এছাড়াও কে বা কারা আপনাকে মেনশন করতে পারবেন সেটাও আপনি ঠিক করে নিতে পারবেন। গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর দু জায়গা থেকেই ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ।
আরো পড়ুন: বয়সের গণ্ডি ৫০ এর কাছে গিয়েও কীভাবে লাগেন ২৬ এর! সকলের সামনে বিউটি সিক্রেট ফাঁস করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপ?
সবার প্রথমে প্রয়োজন instagram অ্যাকাউন্ট, যেটা থাকলেই আপনি খুব সহজে যুক্ত হতে পারবেন এই নতুন অ্যাপের সঙ্গে। নতুন অ্যাপ খুললেই ইউজার নেম নিজে থেকেই পোর্ট হয়ে যাবে। মাত্র কয়েকটা ক্লিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনার ফলোয়ার্ আপনি নিতে পারবেন নতুন অ্যাপে। থাকবে আনফলো রিপোর্ট ব্লক অথবা থ্রি ডট ড্রপ ডাউন মেনু, যেটি ব্যবহার করলে আপনি যাকে instagram এ ব্লক করেছেন তাকে এই নতুন অ্যাপেও ব্লক করে ফেলতে পারবেন। আগামী দিনে এই অ্যাকাউন্ট যদি নাও থাকে যাতে ইউজার থ্রেডস পোস্ট এক্সেস করতে পারেন সেই চেষ্টায় রয়েছে মেটা কর্তৃপক্ষ।