প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) এখনো পর্যন্ত এমন বহু পরিকল্পনা গ্রহণ করেছেন যার মধ্যে অন্যতম হল বুলেট ট্রেন(Bullet Train)। বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি বুলেট ট্রেন আমাদের ভারতবর্ষকে আরো কিছুটা উন্নতির দিকে নিয়ে যাবে। বিশ্বের একাধিক উন্নত দেশ গুলিতে যেমন বুলেট ট্রেন চলাচল করে ঠিক তেমনি আমাদের ভারতের মাটিতেও আর কিছুদিনের মধ্যে বুলেট ট্রেন চলবে।
ভারতের কয়েক কোটি জনসংখ্যার কথা মাথায় রেখে প্রতিনিয়ত রেল ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করে চলেছে ভারতীয় রেল তথা ভারত সরকার। এই পরিবর্তনের স্বরূপ ইতিমধ্যেই বিভিন্ন রুটে শুরু হয়ে গেছে বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express)যাতায়াত। তবে বন্দে ভারত এক্সপ্রেস দেশীয় প্রযুক্তির ট্রেন হলেও বুলেট ট্রেন কিন্তু হতে চলেছে জাপানি প্রযুক্তির ট্রেন।
আরো পড়ুন: বিশ্বের এই ১০ ধনী ব্যক্তি যাদের সম্পত্তির পরিমাণ কিছু কিছু দেশে GDP-এর সমান, তালিকা রয়েছে ৮ আমেরিকান ব্যক্তির নাম শামিল
জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সঙ্গে জুটি বেঁধে ভারতবর্ষে শুরু হতে চলেছে বুলেট ট্রেন(Bullet Train)। ইতিমধ্যেই উপযুক্ত করিডার তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৭ সালের মধ্যেই ভারতের মাটিতে চলতে শুরু করবে এই উন্নত প্রযুক্তির ট্রেন।
সম্প্রতি ন্যাশনাল হাইস্পিড রিয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে জানানো হয়েছে, E5 সিরিজ শিনকানসেন ট্রেনের কোচগুলি বিশেষভাবে তৈরি করা হচ্ছে। বুলেট ট্রেনের কোচগুলি যাতে ভারতের গরম আবহাওয়া ও দূষণ সঠিকভাবে সহ্য করতে সক্ষম হয় তার জন্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে কোচগুলি তৈরি করা হচ্ছে।
আরো পড়ুন: কী কী মিলবে সুবিধা? কীভাবে বা করবেন ব্যবহার? জানুন মেটা থ্রেডস অ্যাপের একাধিক অজানা তথ্য
ভারতে যে বুলেট ট্রেন তৈরি করা হচ্ছে তাতে থাকবে ১০ টি কোচ। একসঙ্গে ৬৯০ জন যাত্রী এই ট্রেনে করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন। ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় ৩২০ কিলোমিটার। প্রথম বুলেট ট্রেন চালানোর জন্য মুম্বাই আমেদাবাদের মধ্যে যে করিডোর তৈরি হচ্ছে, তা তৈরি করতে খরচ হচ্ছে ১.৬ লক্ষ কোটি টাকা।