গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ! আচমকাই ১১৯ টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করল Jio

২০২১ সালের শেষের দিকে ১১৯ টাকার একটি প্ল্যান লঞ্চ করেছিলেন মুকেশ আম্বানির সংস্থা জিও(Jio)। এই প্ল্যানের অধীনে মানুষ ১৪ দিনের ভ্যালিডিটি সহ দৈনিক ১.৫ জিবি ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০ টি এসএমএস করার সুযোগ সুবিধা পেত। তবে এই মুহূর্তে এই প্ল্যানটি আর বৈধ নেই। এই প্ল্যানটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। আসেন এক নজরে দেখে নেওয়া যাক ১১৯ টাকার প্ল্যান বন্ধ হয়ে যাবার পর ন্যূনতম কত টাকার প্ল্যান রিচার্জ করতে পারবেন আপনি।

আরো পড়ুন: ভারতীয় হয়েও অনেকের কাছে নেই এর সঠিক উত্তর! কোন রাজার নাম অনুসারে হয়েছিল ভারতের নামকরণ?

১৪৯ টাকার প্ল্যান: বর্তমানে জিওর সব থেকে কম রিচার্জ প্ল্যানটি হল ১৪৯ টাকা প্ল্যান। এই প্ল্যানের বৈধতা ২০ দিন। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিং, ১০০ টি করে এসএমএস এবং ১ জিবি ডাটা ব্যবহার করার সুযোগ-সুবিধা। পেয়ে যাবেন জিও সিনেমা, জিও ক্লাউড, জিও টিভি ব্যবহার করার অনুমতি। কিন্তু পাবেন না ফাইজি ডেটা উপভোগ করার কোন সুযোগ সুবিধা।Jio

এবার চলুন দেখে নেওয়া যাক জিও ছাড়া আপনি অন্য কোন নেটওয়ার্কের সবথেকে ন্যূনতম কোন রিচার্জটি করলে লাভবান হতে পারবেন।

এয়ারটেলের(Airtel) ১৫৫ টাকা রিচার্জ: এই রিচার্জটি করলে ২৪ দিনের ভ্যালিডিটি সহ আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিং করার সুযোগ সুবিধা এবং ১ জিবি ডাটা।

আরো পড়ুন: মিউচুয়াল ফান্ড বিক্রি করে Isha Ambani হয়ে যাবেন ধনী, এই ৬ টি কারণে ব্যবসা সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাস্য Jio

প্রসঙ্গত, একদিকে যেমন jio ১১৯ টাকা রিচার্জ বন্ধ করে দিয়ে ১৪৯ টাকা রিচার্জ চালু করেছে তেমন অন্যদিকে এয়ারটেল ৯৯ টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়ে চালু করেছে ১৫৫ টাকা রিচার্জ প্ল্যান। দিনের পর দিন এই ভাবে রিচার্জ প্ল্যান গুলির মূল্য বেড়ে যাওয়ায় কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে কিন্তু নিজেদের সিম অ্যাক্টিভেট রাখার জন্য এই রিচার্জ গুলি করতেই হচ্ছে।

Mukesh Ambani 6G