খরচ মাত্র ৪ টাকা, একদম জলের দরে ৩৬৫ দিনের বৈধতা সহ আনলিমিটেড 5G ডাটা ও কল দিচ্ছে Jio

যবে থেকে টেলিকম সেক্টরে (Telecom Sector) মুকেশ আম্বানির সংস্থা জিও (Jio) প্রবেশ করেছে তবে থেকে টেলিকম সেক্টরে প্রতিযোগিতা যে কতখানি বেড়ে গিয়েছে তা আর না বলাই বাহুল্য! একের পর এক টেলিকম সংস্থা উঠে পড়ে লেগেছে গ্রাহকদের নিজেদের দিকে টানার জন্য, তা সে দুর্দান্ত প্ল্যানের দিক দিকে হোক কিংবা এক্সট্রা পরিষেবা দেওয়া দিক থেকেই হোক না কেন। তবে এই দিক থেকে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স জিও (Jio) অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে।

রিলায়েন্স জিও (Relience Jio) তার সস্তা এবং সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার জন্য গ্রাহকদের মধ্যে পরিচিত। সম্প্রতি জিও তার গ্রাহকদের জন্য ৩৩৬ দিন মেয়াদের একটি রিচার্জ প্ল্যান এনেছে। এই রিচার্জ প্ল্যানটি মূলত প্রিপেইড ইউজারদের জন্য। জিওর এই প্ল্যানে আপনি অনেক সুবিধা পাবেন। এতে ভয়েস কলিং, ডেটা, এসএমএসের সুবিধা পাবেন। জিওর বেশ কিছু প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে, যা বিভিন্ন সুবিধা প্রদান করে।

আরো পড়ুন: এখনই থেমে থাকবে না ISRO, চাঁদের পর এবার লক্ষ্য সূর্য, আরো একটি ইতিহাস গড়ার পথে ভারত

আপনি যদি প্রতিদিনের ডেটা লিমিট (Data Limit) দ্রুত শেষ হয়ে যাওয়ার কারণে চিন্তায় থাকেন তাহলেএবার রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। জিও তার গ্রাহকদের প্রতিদিন প্রায় ৪ টাকায় আনলিমিটেড ৫জি ডেটা দিচ্ছে, তাও আবার ৩৩৬ দিনের জন্য। আসলে আজ আমরা কথা বলছি জিওর ১৫৫৯ টাকার প্ল্যানের সম্পর্কে। অনেকেই হয়তো জিওর এই প্রিপেড প্ল্যান সম্পর্কে জানেন না। জিওর এই প্রিপেড প্ল্যানে ৩৩৬ দিনের বৈধতা পাওয়া যায়। আপনি যদি দীর্ঘ মেয়াদ সহ একটি সস্তা প্রিপেইড প্ল্যানের সন্ধান করছেন, তবে জিওর এই প্ল্যানটি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে।

Jio

আসুন জিওর এই প্রিপেড প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। জিওর এই প্ল্যানে গ্রাহকরা ৩৩৬ দিনের সম্পূর্ণ বৈধতা পাওয়া যায়, যার দৈনিক খরচ হবে প্রায় ৪ টাকা। দীর্ঘ মেয়াদ ছাড়াও গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ৩৬০০টি এসএমএস (SMS) পান। এমনকি এই প্ল্যানে ২৪ জিবি বাল্ক ডেটাও পাওয়া যায় এবং ডেটা সীমা শেষ করার পরে আপনি ৬৪ কেবিপিএস (64 Kbps) গতিতে ইন্টারনেট ব্যবহার চালিয়ে যেতে পারেন। এই প্ল্যানে জিও টিভি (Jio TV), জিও সিনেমা এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশনও রয়েছে।

আরো পড়ুন: চাঁদের তাপমাত্রা পরিমাপ করতে গিয়ে ISRO বিজ্ঞানীদের সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, যা জেনে কপালে উঠবে চোখ

কোম্পানীর আনলিমিটেড ট্রু ৫জি ডেটার জন্য যোগ্য গ্রাহকরা জিওর আনলিমিটেড ৫জি ডেটা উপভোগ করতে পারবেন। এয়ারটেলের (Airtel) একটি প্রিপেড প্ল্যান রয়েছে ১৭৯৯ টাকার। এই প্ল্যানে গ্রাহকরা সম্পূর্ণ ৩৬৫ দিনের বৈধতা পান। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কল, মোট ৩৬০০টি এসএমএস এবং ২৪ জিবি বাল্ক ডেটা। এই প্ল্যানে অতিরিক্ত সুবিধা হিসেবে অ্যাপোলো ২৪/৭ সার্কেল, ফ্রি হ্যালোটিউনস এবং ফ্রি উইক মিউজিক অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই প্ল্যানটি এয়ারটেলের আনলিমিটেড ৫জি ডেটার জন্য যোগ্য নয়।

Jio