চাপ বাড়লো Jio গ্রাহকদের, সমস্ত রিচার্জ প্ল্যান থেকে উঠে গেল এই জরুরী পরিষেবা

যখন থেকে টেলিকম সেক্টরে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা জিও (Jio) প্রবেশ করেছে তবে থেকেই একের পর এক অফার এনে গ্রাহকদের চমকে দিয়েছে এই কোম্পানি কিন্তু এবার এই মুকেশ আম্বানির ( Mukesh Ambani) টেলিকম সংস্থা তার গ্রাহকদের নিরাশ করলেন। টেলিকম সংস্থার দুনিয়ায় একচ্ছত্র রাজ করেন জিও কারণ এয়ারটেল(Airtel) আইডিয়া-ভোডার(Vl) মতো কোম্পানিকে টেক্কা দিয়ে একটা বড় মাপের গ্রাহক সংখ্যা টানতে সমর্থ্য হয়েছিল জিও(Jio)।

Jio

এক রিচার্জে হরেক রকমের সুবিধা দিয়ে মন ভরিয়েছিল গ্রাহকদের কিন্তু এবার সেই মুকেশ আম্বানির টেলিকম সংস্থা এনেছে নয়া চমক। প্রযুক্তিগত দিক থেকে তাঁরা সব সময় এগিয়ে ছিল অন্যান্য টেলিকম সংস্থার থেকে। ভারতের তাঁরাই প্রথম ৪জি পরিষেবা লঞ্চ করেছিল। এমনকি বর্তমানে ৫-জি পরিষেবা তাঁরাই দেশের বেশি জায়গায় ছড়িয়ে দিতে পেরেছে। সমস্ত কিছু শিরোপাই তাদের মাথায় কিন্তু এবারে তারা তাদের রিচার্জ প্লানে এনেছে একটি বড়সড় বদল।

আরো পড়ুন: মাথাপিছু ডিপোজিটের দিকে এগিয়ে রয়েছে ভারতের কোন রাজ্য? তালিকা প্রকাশ করল RBI

এতদিন পর্যন্ত সাধারণ মানুষ একটিমাত্র রিচার্জে পেয়ে যেত ডেটা(Data) এসএমএস(Sms) এবং আনলিমিটেড ভয়েস কল(unlimited voice call) সহ বিভিন্ন অ্যাপসেরও সাবস্ক্রিপশন যেমন জিও ক্লাউড (Jio cloud) জিও সিনেমা(Jio cinema) জিও টিভি(Jio TV)। সংস্থাটি জানিয়েছে তাঁরা তাদের গ্রাহকদের থেকে একটি জরুরী সুবিধা তুলে নিচ্ছেন। কি সেই জরুরি সুবিধা আসুন জানবো।
Jio

এবার থেকে গ্রাহকরা একটি মাত্র রিচার্জে জিও সিনেমা জিও টিভি জিও ক্লাউড এর মত অ্যাপসের সাবস্ক্রিপশন পেলেও পাবেন না জিও সিকিউরিটি(Jio security) সাবস্ক্রিপশন। যার ফলে মানুষ জিও সিকিউরিটির সুবিধা থেকে বঞ্চিত হবেন। জিও সিকিউরিটি অ্যাপ গ্রাহকদের বিভিন্ন দিকের সুবিধা দিত সেই সমস্ত কিছুই আপাতত বন্ধ হয়ে গেল। এবার দেখার বিষয়টি যে আদৌ মানুষের মধ্যে তার কোন প্রভাব পড়ে কিনা। তার পরিপ্রেক্ষিতে জিওর গ্রাহক সংখ্যার উপর কোন প্রভাব পড়তে চলেছে কিনা তাও সময়েরই অপেক্ষা।

আরো পড়ুন: কম দামে একাধিক ফিচার, ২ লাখের দামে নজর কাড়বে Royal Enfield-র এই ৩ টি বাইক, জানুন বিস্তারিত

পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে দেখা যাবে এই অতিরিক্ত অফার হিসেবে দেওয়া জিও সিকিউরিটি অ্যাপৈমের সুবিধা তেমন খুব একটা জনপ্রিয়তা কোনদিনও পায়নি। তাই আদৌ আগামী দিনে জিও সিকিউরিটি সাবস্ক্রিপশন বন্ধ হওয়াকে ঘিরে মানুষের মধ্যে কোন হেলদোল হয় কিনা সেটাই দেখার।