একদম জলের দরে দুর্দান্ত ফোন আনল Jio সংস্থা, Jio Bharat হ্যান্ডসেটেই মিলবে একাধিক সুবিধা

স্মার্টফোন(Smartphone) এমন একটি জিনিস যা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়। কিন্তু সবসময় প্রয়োজন হলেই আমাদের হাতে যথেষ্ট টাকা না থাকায় পিছিয়ে আসতে হয়। কিন্তু আজ এমনই একটি ফোনের হদিস দেবো যা আপনি কম টাকার বিনিময়ে নিজের করে নিতে পারবেন।

আরো পড়ুন: পাত্তা পাবে না আলিয়া,ক্যাটরিনা সহ একাধিক বলি অভিনেত্রী! এই অভিনেত্রীকে নিয়ে বলিউডে তৈরি হচ্ছে ১৪০০ কোটি টাকার ছবি

আজ আমরা বলবো জিও ভারত (Jio Bharat) ফোরজি ফোনের কথা। ১.৭৭ ইঞ্চি পি এফ টি ডিসপ্লে সম্পন্ন এই ফোনে আপনি পেয়ে যাবেন ৩.৫ এম এম এর হেডফোন জ্যাক। পেয়ে যাবেন ০.৩ এমপি ক্যামেরা, পাবেন এলইডি ফ্ল্যাশ।

এই ফোনে থাকছে বিভিন্ন ভাষায় অপারেট করার সুযোগ সুবিধা। ফোনের ব্যাটারি ১০০০mah ক্ষমতা সম্পন্ন। ১২৮ জিবি স্টোরেজ থাকার পাশাপাশি আপনি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনে। ৪ জি গতিতে এই ফোনের ইন্টারনেট কাজ করে।

এই ফোন গুলির দাম মাত্র ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই ফোনের আরো একটি সুযোগ সুবিধা হলো এই ফোনগুলো খুব কম দামে রিচার্জ করে ফেলতে পারবেন আপনি। ১২৩ টাকার প্ল্যানে আপনি পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতা সম্পন্ন ১৪ জিবি ডাটা, সীমাহীন ভয়েস কলিং করার সুযোগ সুবিধা।

আরো পড়ুন: কেন “বিক্রম” কেনই বা “প্রজ্ঞান”? ল্যান্ডার আর রোভারের নামকরণের কাহিনী জেনে চমকে যাবেন আপনিও

দীর্ঘমেয়াদী প্ল্যানের জন্যেও রয়েছে অনেক অপশন। আপনি বার্ষিক ১২৩৪ টাকার প্ল্যান রিচার্জ করলে পেয়ে যাবেন 168gb ডেটা এবং সীমাহীন কল করার সুযোগ সুবিধা পুরো এক বছরের জন্য। ফোনটি বুক করার জন্য অ্যামাজনে দেখতে পারেন। এছাড়া যে কোন ছোটখাটো ডিজেলের শপে এই ফোন পেয়ে যাবেন খুব সহজে, তবে তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাকে।