একদিকে যেমন টেলিকম সংস্থাগুলি আরো বেশি প্ল্যানের সুযোগ সুবিধা প্রদান করে গ্রাহকদের আকর্ষণ করার চেষ্টা করছে তেমন অন্যদিকে গ্রাহকরাও চাইছে কোন কোম্পানি বেশি সুযোগ-সুবিধা দিচ্ছে সেদিকে চলে যাওয়ার। এয়ারটেল(Airtel )এবং জিওর(Jio) মত বড় বড় বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে না পারলেও প্রতিযোগিতা থেকে কখনোই সরে আসেনি ভারতীয় টেলিকম সংস্থা বিএসএনএল(BSNL)।
আরো পড়ুন: জিতেছে পাঁচ পাঁচ টি বিশ্বকাপ, অথচ বিশ্বে নেই এই দেশের কোন অস্তিত্ব!
এবার বিএসএনএল (Bharat Sanchar Nigam limited) নিয়ে এলো। ৩৯৭ টাকার একটি প্ল্যান যা বাজারে পাল্লা দিচ্ছে এয়ারটেলের ৩৯৯ টাকার প্ল্যানের সঙ্গে। এবার চলুন জেনে নেওয়া যাক বিএসএল যে নতুন ৩৯৭ টাকার প্ল্যান নিয়ে এল, তাতে কি কি সুযোগ সুবিধা প্রদান করছে
এই প্লেনে ৩০ দিনের বৈধতা সহ আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিং, ২ gb আনলিমিটড ডেটা, যা ফুরিয়ে গেলে আপনি ৪০kbps এর কম গতিতে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। এছাড়াও পেয়ে যাবেন প্রত্যেক দিন ১০০টি এসএমএস করার সুযোগ সুবিধা।
তবে এখানে রয়েছে একটা টুইস্ট। এই প্ল্যানটি মোট ১৫০ দিনের বৈধতা সম্পন্ন একটি প্ল্যান কিন্তু এই প্লানের যে সুযোগ সুবিধা তা আপনি পাবেন মাত্র ৩০ দিনের জন্য। তবে আপনি যদি আরও ৩০ দিন যোগ করতে চান সেক্ষেত্রে বাড়তি খরচ প্রদান করলে এই প্ল্যানের বৈধতা ১৮০ দিন হয়ে যাবে।
আরো পড়ুন: বারবার কেন জিভ বার করে সাপ? কারণ জানলে হতভম্ব হবেন আপনিও
অন্যদিকে যদি এয়ারটেলের ৩৯৯ টাকার প্ল্যানের কথা বলি তাহলে এই প্ল্যান ২৮ দিনের বৈধতা সম্পন্ন। এই প্ল্যান রিচার্জ করলে পেয়ে যাবেন প্রতিদিন ৩ জিবি ডাটা এবং আনলিমিটেড ভয়েস কলিং করার সুযোগ সুবিধা। প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা এবং airtel এক্সট্রিম প্লে করার সুযোগ সুবিধা।