টেলিকম দুনিয়ায় আধিপত্য বিস্তার করার পর এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রি (Reliance Industries) আরও এক ধাপ এগিয়ে মানুষের আরো কাছাকাছি পৌঁছে যাবার জন্য লঞ্চ করতে চলেছে জিও (Jio) ইয়ার ফাইবার। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৩ অর্থাৎ গণেশ চতুর্থীর শুভ মুহূর্তে এই ওয়ারলেস ইন্টারনেট পরিষেবা লঞ্চ হতে চলেছে। বাড়ির পাশাপাশি অফিসেও এবার ব্যবহার করতে পারবেন জিও যার ফাইবার এবং 1.5gbp internet speed পেয়ে যাবেন আপনি।
জিও এয়ার ফাইবারের উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট স্পিড থাকার কারণে কোনো বাফারিং ছাড়াই এবার আপনি আপনার ভিডিও কনফারেন্স করতে পারবেন। আপনার বাড়িতে অথবা অফিসে। এছাড়াও গেমিং লাভারাও কোন সমস্যা ছাড়াই গেমিং এক্সেস করতে পারবেন।
গত আগস্ট মাসে রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় জিও এয়ার ফাইবারের কথা ঘোষণা করা হয়। অবশেষে এলো সেই শুভক্ষণ যখন সারা ভারতবাসী এবার অনায়াসে ইন্টারনেট পরিষেবা পাবেন জিওর তরফ থেকে। এবার চলুন জেনে নেওয়া যাক এই জিও এয়ার ফাইবার আসলে কি?
আরো পড়ুন: প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য! আগামী কয়েক বছরে চাকরি যাবে ৯০ শতাংশ মানুষের! AI নিয়ে বড় দাবি CRED সিইও?
একটি নতুন ওয়ারলেস ইন্টারনেট পরিষেবা যেখানে ৫জি প্রযুক্তি ব্যবহার করা হয় দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য। বর্তমানে যে ফাইবার অপটিক সংযোজন গুলি ব্যবহার করা হয় তার থেকে বেশি গতিতে এই পরিষেবা পেয়ে যাবেন গ্রাহকরা। এই পরিষেবা পাওয়ার জন্য শুধুমাত্র প্লাগ ইন করে সুইচ অন করলেই বাড়িতে ব্যক্তিগত ওয়াইফাই সংযোগ হয়ে যাবে এবং এতে গিগাবাইট ইন্টারনেট স্পিড পাবেন ইউজারা।
জিও জিয়ার ফাইবার এবং জিও ফাইবারের মধ্যে প্রধান পার্থক্য হল জিও ফাইবার একটি ওয়ার ফাইবার অপটিক কেবিল। অন্যদিকে জিও এয়ার ফাইবার হল সম্পূর্ণ ওয়ারলেস। জিও ফাইবারে যে তারের সমস্যা ছিল তা এ ক্ষেত্রে আপনি একেবারেই পাবেন না। অন্যদিকে জিও ফাইবারের সর্বোচ্চ গতি ছিল ১Gbps, সেখানে জিও ইয়ার ফাইবারের সর্বোচ্চ গতি ১.৫Gbps। জিও ফাইবার দেশের কিছু সীমিত মানুষ ব্যবহার করতে পারতেন কিন্তু জিও এয়ার ফাইবার ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ দেশবাসী।
আরো পড়ুন: চাপ বাড়লো জিও গ্রাহকদের, চুপিসারে বন্ধ হয়ে গেল এই জনপ্রিয় প্ল্যান
এবার আসা যাক খরচের কথায়। যেহেতু পোর্টেবল ইউনিট হিসাবে জিও এয়ার ফাইবার কাজ করবে তাই এটির দাম জিও ফাইবারের থেকে অনেকটাই বেশি থাকবে। ভারতের জিও এয়ার ফাইবারের খরচ হবে আনুমানিক ৬০০০ টাকা।