এখনই থেমে থাকবে না ISRO, চাঁদের পর এবার লক্ষ্য সূর্য, আরো একটি ইতিহাস গড়ার পথে ভারত

গত বুধবার অর্থাৎ ২৩ আগস্ট চাঁদের সফলভাবে অবতরণ করার পর এবার সূর্য জয়ের পথে এগোচ্ছে ইসরো(ISRO)। আগামী ২ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার Aditya-L1 মিশন লঞ্চ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। শ্রী হরি কোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে এই মিশনটিকে সাফল্যমন্ডিত করা হবে।

আরো পড়ুন: এ কেমন আইন! স্ত্রীর জন্মদিন ভুলে গেলেই হতে পারে জেল

Aditya-L1 মিশন ১২৭ দিন ধরে ১৫ লক্ষ কিলোমিটার যাত্রা করবে। এটি প্রধান কাজ হল সূর্যের হেলো অরবিটে প্রদক্ষিণ করা। এই হেলো অরবিটে রয়েছে এমন একটি পয়েন্ট যেটি সূর্য এবং পৃথিবীর মাঝের একটি অংশ। এই পয়েন্টে গিয়ে সূর্যের অনেক অজানা তথ্য ভারতকে পাঠাতে পারবে এই মিশনের সঙ্গে যুক্ত সব থেকে গুরুত্বপূর্ণ পেলোড দৃশ্যমান লাইন এমিশন করোনাগ্রাফ। এছাড়া আরো ছটি পেলোড, যা সূর্যের বিভিন্ন অংশ নিয়ে প্রতিদিন পরীক্ষা-নিরীক্ষা চালাবে। এছাড়াও থাকবেই এইন ক্যামেরা, যার সাহায্যে সূর্যের HD ছবি তুলে ভারতবর্ষে পাঠানো হবে।

আরো পড়ুন: কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ‘ACE’ শব্দের ভিড়ে ‘ICE’ শব্দটিকে খুঁজে বের করতে রইল চ্যালেঞ্জ

ভারতের প্রথম সোলার মিশন হতে চলেছে এটি। সূর্যকে ঘিরে থাকা বহু রহস্য উন্মোচন করার জন্যই এই মিশন। সূর্যের ঝড়সহ সূর্যের সঙ্গে থাকা বহু অজানা তথ্য জানা যাবে এই মিশন যদি সফল হয়। মিশনটি সফল হলে স্বাভাবিকভাবেই ভারতীয় মহাকাশ সংস্থার যুক্ত হবে আরো একটি সাফল্যের পালক। আগামী দিনে এই মিশন কতখানি সফল হবে তা দেখা সময়ের অপেক্ষা।