ইশা আম্বানির প্রাসাদ কোন অংশে কম না মুকেশ আম্বানির আবাসনের থেকে, দেখুন অন্দরমহলের ছবি গুচ্ছ

ভারতের অন্যতম ব্যবসায়ী মুকেশ আম্বানির ভারতের অন্যতম ব্যবসায়ী মুকেশ আম্বানির তিন সন্তানের মধ্যে সবথেকে আদরের সন্তান হলেন ইশা আম্বানি (Isha Ambani)। প্রত্যেক বাবা যেমন নিজের কন্যা সন্তানের প্রতি দুর্বল থাকেন ঠিক তেমনি মুখের সামনে নিজের কন্যা সন্তানের প্রতি একটু বেশি দুর্বল। একমাত্র কন্যা সন্তানকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের খুচরো ব্যবসার দায়-দায়িত্ব দিয়েছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)।

Isha Ambani House

ব্যবসায়ী আনন্দ পিরামালকে(Ananda Piramal) বিয়ে করে এক পুত্র সন্তানের মা হয়েছেন ইশা আম্বানি। ইশার আদরের পুত্র সন্তানের নাম পৃথিবী। এখন পুত্র এবং স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। তবে আজ ইশা আম্বানির বাড়ি নিয়ে এমন কিছু তথ্য আপনাকে দেবো যা এতদিন আপনার কাছে ছিল অজানা।

আরো পড়ুন: অর্চনা পায়েল থেকে সানা, এই বলিউড অভিনেত্রীরা যারা বি গ্ৰেড সিনেমা দিয়ে শুরু করেছিলেন নিজেদের অভিনয় ক্যারিয়ার

Isha Ambani House

মুকেশ আম্বানির বিলাসবহুল আবাসন অ্যান্টিলিয়ার কথা তো নিশ্চয়ই আপনি জানেন, কিন্তু ইশা আম্বানির বিলাসবহুল বাড়ির অন্দরমহল দেখলে চমকে যাবেন আপনি। ইশা আম্বানির প্রাসাদ সম বাড়ির নাম গুলিতা।

Isha Ambani House

ইশা আম্বানির বাড়ির দাম প্রায় ৪৫০ কোটি টাকা। বিলাসবহুল এই বাংলাটি ৫০ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত। একমাত্র কন্যা সন্তানের বিবাহ উপলক্ষে এই বাড়িটি কন্যা এবং জামাতাকে উপহার হিসেবে দিয়েছিলেন মুকেশ আম্বানি।

আরো পড়ুন:- মাত্র ৫০০০ টাকা লাগিয়ে শুরু করেছিলেন ব্যবসা, আজ দাঁড় করিয়েছেন ১০,৭৫০ কোটি টাকার কোম্পানি

রাজকীয় এই আবাসনটির অর্ধেক অংশ রয়েছে সাদা রং এবং অর্ধেক অন্য রং। পাশাপাশি এই আবাসনের আলোকসজ্জাও চোখ ধাঁধানোর মত। প্রত্যেকটি ঘরে আলোর ব্যবস্থা এমনভাবেই করা হয়েছে, যাতে আলো জ্বালালেই ঘর আরো অন্যরকম দেখতে লাগে।

Isha Ambani House

এই বাড়িটি 3D মডেলিং-এ নির্মিত। বাড়ির আসবাব পত্র থেকে শুরু করে পেইন্টিং সবকিছুই রাজকীয়তার চিহ্ন বহন করে। পাঁচতলা এই ভবনটিতে পরিবারের সদস্যদের থাকার পাশাপাশি পরিচালক বা পরিচারিকা দের জন্যও আলাদা ঘর রয়েছে। মুম্বাইয়ের অ্যান্টিলিয়ার মত এত বিলাসবহুল না হলেও এই বাড়িটিও কোন অংশে কম নয় কারোর থেকে।