ভারতের বিখ্যাত শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানির (Mukesh Ambani) নতুন কোম্পানী জিও ফিন্য়ান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার সম্প্রতি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। এরপর প্রথম কয়েক দিনে শেয়ারটি নিচের দিকে নামলেও বিগত কয়েকদিনে এই শেয়ারটি বিনিয়োগকারীদের বেশ ভালো পরিমাণ লাভ দিয়েছে। জিও ফিন্য়ান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার গত কয়েক দিনে হু হু করে বেড়ে চলেছে।
জিও ফিন্য়ান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সার্কিট লিমিটে বম্বে স্টক এক্সচেঞ্জের (Bombe Stock Exchange) করা পরিবর্তন কার্যকর করা হয়েছে এবং শেয়ারটিতে এর প্রভাব দেখা যাচ্ছে। শেয়ারটি এক সময় দৈনিক ভিত্তিতে ৬ শতাংশের বেশি লাভ দিয়েছিল। যদিও সেই লাভ শেষপর্যন্ত ধরে রাখতে পারেনি। মঙ্গলবার জিও ফিন্য়ান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার ০.৭৩ শতাংশ বেড়েছে। বর্তমানে এই শেয়ারটির দাম ২৫৫.৩০ টাকা। বাজারে লিস্টেড হওয়ার পর থেকে শেয়ারটি খুব বেশি রিটার্ন না দিলেও গত ৭ দিনে বিনিয়োগকারীদের ২০.৮৫ শতাংশ রিটার্ন দিয়েছে।
আরো পড়ুন: পহেলা অক্টোবর থেকে সিম কার্ডে লাগু নতুন নিয়ম না মানলেই করা হবে 10 লাখ টাকা জরিমানা
এই শেয়ারটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মাত্র ২.৫৭ শতাংশ বেড়েছে। শেষ ৭ দিনে শেয়ারটি বেড়েছে ২০ শতাংশ ও শেষ ৫ দিনে শেয়ারটি ১০ শতাংশেরও বেশি বেড়েছে। শেয়ারটি এখনো পর্যন্ত সর্বোচ্চ ২৬৬ টাকাতে পৌঁছেছে। জিও ফিন্য়ান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (Jio Financial Services Limited) স্টক বাজারে তালিকাভুক্ত হওয়ার সময় ২৫৫.৩০ টাকার স্তরে ছিল এবং সোমবারে তা ২৬৬.৯৫ টাকার স্তরে পৌঁছায়। এর পাশাপাশি কোম্পানীর বাজার মূলধন বেড়ে হয়েছে ১.৬৫ লাখ কোটি টাকা।
আরো পড়ুন: তালিকায় যুক্ত হল আরো ৫ টি নতুন প্রকল্প, শুরু হতে চলেছে দুয়ারে সরকার
সম্প্রতি জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ারগুলো বেঞ্চমার্ক সেনসেক্স (Sensex) সহ সমস্ত বিএসই সূচক থেকে সরানো হয়েছে। এই কোম্পানীর শেয়ারগুলি ২১ আগস্টে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরেই শেয়ারটির পতন শুরু হয়েছিল। আগামী সপ্তাহের মধ্যে মুকেশ আম্বানির এই জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার ‘ট্রেড-টু-ট্রেড’ বিভাগ থেকে বেরিয়ে যাবে বলে অনুমান বাজার বিশেষজ্ঞদের।