ভারতের দু চাকার বাজারে ব্যাপক সাড়া ফেলল Ola সংস্থা! ক্রজার, রোডস্টার সহ নিয়ে এল ৪ টি নতুন ইলেকট্রিক বাইক

ভারতে ধীরে ধীরে বৈদ্যুতিক বাইকের বাজার বৃদ্ধি পাচ্ছে।ওলা ইলেকট্রিক (Ola Electric Bike) দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক বাইক তৈরির সাথে জড়িত এবং স্বাধীনতা দিবসে কোম্পানীটি মোট ৪টি বৈদ্যুতিক বাইক চালু করেছে। এটি বিভিন্ন শ্রেণীর গ্রাহক এবং তাদের চাহিদার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। ওলা ইলেকট্রিকের এই ৪টি বৈদ্যুতিক বাইকের মধ্যে রয়েছে ওলা রোডস্টার, ওলা ক্রুজার, ওলা অ্যাডভেঞ্চার এবং ওলা ডায়মন্ডহেড।

আরো পড়ুন: টমেটোর পরিবর্তে এ কী চেয়ে বসল নেপাল যা একেবারে দিতে রাজি নয় ভারত!

এই বাইকগুলি প্রসঙ্গে সংস্থার সিইও ভাবিস আগারওয়াল বলেন, শুধু ভারতে নয়, বিশ্ব বাজারেও বাইকগুলি বিক্রি করতে পারে ওলা। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ইলেকট্রিক মোটরসাইকেলগুলি রিজার্ভ করে রাখতে পারবেন ক্রেতারা। এতদিন সংস্থাটির স্কুটারের কথাই আনিস শুনেছেন। এবার স্কুটারের পাশাপাশি মোটরসাইকেলগুলি সামনে এনেছে সংস্থাটি।আসুন জেনে নেওয়া যাক এই বৈদ্যুতিক বাইকগুলির বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত।

Ola Electric Bike

ক্রুজার (Cruiser) : এই বৈদ্যুতিক বাইকটি লং রাইডের পাশাপাশি শহরের সীমানার মধ্যে চালানো জন্য আদর্শ। ওলা এই বাইকটির চেহারা বেশ আধুনিক রেখেছে। রিপোর্ট অনুযায়ী, রাইডাররা এই বাইকে ২০০ থেকে ২৫০ কিলোমিটার রেঞ্জ পাবেন। বাইকের কার্ভ টেললাইট বেশ নজরকাড়া এবং এই বাইকের দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক।

অ্যাডভেঞ্চার (Adventure) : এই বাইকে চেপে লং ট্রিপে যাওয়ার অভিজ্ঞতা দিতে ওলা এই বাইকটি নিয়ে এসেছে। এই বৈদ্যুতিক বাইকটির ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ দিয়ে অনেকটা পথ অতিক্রম করা সম্ভব।

Ola Electric Bike

রোডস্টার (Roadster) : যারা একটু আকর্ষণীয় পছন্দ করেন, এই বাইকটি সেই সকল তরুণ ও তরুণীদের জন্য। এই বাইকের দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক এবং চেইন ড্রাইভ সিস্টেম, এছাড়াএই বাইকে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে।

আরো পড়ুন: RBI এর বড় ঘোষণা, গুগল পে ফোন পে-র নিয়মে বড়সড়ো পরিবর্তন, না জানলে পড়বেন বড়সড়ো সমস্যায়

ডায়মন্ড হেড (Diamond Head) : এই বাইকটি সংস্থার সবথেকে দামি বাইক হতে চলেছে। এটির ডিজাইন অনেকটা টেসলা সাইবার-ট্রাকের মতো করা হয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক ফিচার্স। এতে ডিজিটাল ড্যাশবোর্ড, ডুয়াল ডিস্ক ব্রেক ইত্যাদি রয়েছে। ডায়মন্ডহেড হলো একটি সুপারস্পোর্ট বাইক এবং যারা স্পোর্টি বাইক পছন্দ করেন তাদের জন্য এই বাইকটি ডিজাইন করা হয়েছে।