সত্যিই কী নিষিদ্ধ হওয়ার পথে ৫০০ টাকা নোট? বড়সড় সিদ্ধান্তের বিষয়ে জানুন কী বললেন অর্থমন্ত্রী

Indian Rupee: একাধিকবার নোট বদল অথবা নোট বাতিলের এই সিদ্ধান্ত ফেলে দেয় সাধারণ মানুষদের। এর আগে ৫০০,১০০০ টাকার নোট বাতিলের খবর শুনে হকচকিয়ে গিয়েছিলেন সাধারণ মানুষ কারণ ৫০০, ১০০০ টাকা প্রায় প্রত্যেকের কাছে সহজলভ্য ছিল। এই ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের কিছু বছর পর ফের আরো একবার চলতি বছরের জুন মাসে ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকার(Government)।

500 Rupees Note Update

এবার লোকসভায় নোট বন্দী (Indian Rupee) প্রসঙ্গে বড়সড় তথ্য জানাল অর্থ মন্ত্র। আমরা সকলেই জানি আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ২০০০ টাকার নোট বদল করা যাবে যে কোন ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে। যদিও ২০০০ টাকার নোট বন্দী হওয়ার খবর শুনে তেমনভাবে সমস্যায় পড়েননি সাধারণ মানুষ কারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের কাছে ২০০০ টাকার নোট খুব একটা সহজলভ্য বস্তু নয়।

আরো পড়ুন: ৯২ বছর বয়সে ৫৭ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক, যিনি পশ্চিমবঙ্গের অন্যতম ধনী ব্যক্তি

এমতাবস্থায় লোকসভায় যখন অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, কালো টাকার রমরমা বন্ধ করতে বড় নোট নিষিদ্ধ করা হয়েছে। ২০০০ টাকার নোট নিষিদ্ধ করে দেওয়ার পর এই মুহূর্তে মানুষের কাছে বড় নোট বলতে ৫০০ টাকার নোট রয়েছে। তাহলে কালো টাকা আটকানোর জন্য তাহলে কি এবার ৫০০ টাকার নোট বন্দি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন অর্থমন্ত্রক?

Nirmala sitharaman

এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানিয়েছেন, ৫০০ টাকার নোট বদল অথবা বাতিলের কথা এখনো চিন্তা-ভাবনা করা হয়নি তবে ভবিষ্যতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তেমন চিন্তাভাবনা করা হবে।

আরো পড়ুন: প্রেমিকের নাম মুছে নতুন ট্যাটুতে লিখেছেন ’82E’, দীপিকার এই ট্যাটুর অর্থ জানলে চমকে যাবেন আপনিও

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথম নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি সরকার। ৫০০ এবং ১০০০ টাকার নোট বন্ধ করে দেয়া সিদ্ধান্তের পর তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছিল সকল মহলে। ৫০০ এবং ১ হাজার টাকার নোট বদলের পর বাজারে এসেছিল নতুন ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট। এবার ২০০০ টাকার নোট প্রত্যাহার করার পর ১ হাজার টাকার নোট বাজারে আসবে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন।