প্ল্যাটফর্মের সংখ্যায় দেশের সেরা এই ৫ টি রেল স্টেশন, জানুন কত নম্বরে রয়েছে হাওড়া-শিয়ালদহ

বাংলার প্রাণ কেন্দ্র হল রেল মাধ্যম (Indian Railways) যার মাধ্যমে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন ভীষণ সহজে এবং স্বল্পমূল্যের বিনিময়ে। তবে আজ ট্রেন নিয়ে কোন কথা বলবো না আমরা বরং আমরা কথা বলবো ভারতের সবথেকে বৃহৎ স্টেশনগুলি(Station) সম্পর্কে। চলুন তাহলে দেখে নেওয়া যাক।

প্রথমেই বলতে হয় হাওড়া স্টেশনের (Howrah Station) নাম। স্টেশনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে আপনার প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে। দূর দূরান্ত থেকে হাওড়া স্টেশনে গাড়ি ধরতে গেলে মানুষ প্রায় দুই ঘন্টা আগে চলে আসেন। এই স্টেশনে প্লাটফর্মের সংখ্যা ২৩ টি।

আরো পড়ুন: TATA কেউ কড়া টেক্কা এই‌ সংস্থার ই-বাইক মাত্র ৭ পয়সায় চলবে ১ কিলোমিটার

হাওড়া স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে শিয়ালদা(Sealdah)স্টেশন রয়েছে দ্বিতীয় নম্বরে। শিয়ালদহ স্টেশনের প্লাটফর্ম সংখ্যা ২১ টি। হাওড়া স্টেশনের মতোই শিয়ালদহ স্টেশনে আপনি যদি দূরপাল্লার ট্রেন ধরতে চান তাহলে আপনাকে আগেভাগেই চলে আসতে হবে না হলে বিপদে পড়তে হবে আপনাকেই।

Indian Railways
Indian Railways

তৃতীয় নম্বরে রয়েছে মহারাষ্ট্রের শিবাজী টার্মিনাস(Shivaji Terminus)। ১৮টি প্লাটফর্ম সমেত এই স্টেশনটি রয়েছে তৃতীয় নম্বরে। সম্পত্তি স্টেশনটি হেরিটেজ স্টেশন হিসেবেও তকমা পেয়েছে।

চতুর্থ নম্বর রয়েছে চেন্নাইয়ের সেন্ট্রাল রেলওয়ে(Chennai Central Railway) স্টেশন। এই স্টেশনে প্লাটফর্মের সংখ্যা ১৭টি, যার মধ্যে ৫ টি স্টেশনে লোকাল এবং ১২টি স্টেশনে দূরপাল্লার ট্রেন যাতায়াত করে।

Indian Railways
Indian Railways
আরো পড়ুন: ভারতের একমাত্র শহর, যা একসঙ্গে দুটি রাজ্যের রাজধানী, কেবলমাত্র ১% লোকেরাই বলতে পারবেন নাম

১৬টি প্লাটফর্ম নিয়ে পঞ্চম স্থান অধিকার করেছে দিল্লির সেন্ট্রাল রেলওয়ে স্টেশন(Delhi Central Railway)। প্রতিদিন প্রায় ৩৫০ লক্ষের মানুষ যাতায়াত করে এই স্টেশনের মাধ্যমে। রাজধানীর রেল স্টেশনটি রয়েছে পঞ্চম স্থানে।