ভারতের সবথেকে নোংরা ও অস্বাস্থ্যকর ট্রেন,ভুলেও কাটবেন না টিকিট

ভারতীয় (India) পরিবহনের মধ্যে সব থেকে সুলভ এবং সহজ মাধ্যম হলো রেল। দেশের এবং দেশের বাইরের বিভিন্ন স্তরের মানুষের যোগাযোগ করার অন্যতম বিকল্প হল এই রেল। প্রতিনিয়ত ভারতীয় রেলকে(Indian Railways) উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রেলওয়ে মন্ত্রক এবং রেলওয়ে কর্মচারীরা। তবে এর মাঝেও মাঝে মাঝে কিছু অভিযোগ ওঠে রেল মন্ত্রকের বিরুদ্ধে। তেমনি একটি অভিযোগ উঠেছিল ভারতীয় রেলের বিরুদ্ধে আবর্জনা ছড়িয়ে রাখা নিয়ে।

Indian Railways

এই দেশে এমন কিছু ট্রেন রয়েছে যেখানে প্রতিনিয়ত আবর্জনা থাকার অভিযোগ ওঠে। আজ তেমনি কয়েকটি ট্রেনের নাম আপনাকে জানাবো যে ট্রেনে খুব প্রয়োজন না হলে যাতায়াত করবেন না। সব থেকে নোংরা ট্রেনের কথা বললে তালিকায় প্রথমেই আসবে সহরসা অমৃতসর গরিব রথ ট্রেন। এই ট্রেনটি পাঞ্জাব থেকে সহরসা যায়। ট্রেনটিতে যেমন হয় ভিড় তেমন থাকে নোংরা। বাথরুমের নোংরা জল সিট পর্যন্ত চলে আসে।

আরো পড়ুন: বাতিল হচ্ছে একাধিক শো, হলমুখী করা যাচ্ছে না দর্শকদের! এতদিনে কত টাকা আয় করল প্রভাসের আদিপুরুষ?

এই তালিকায় রয়েছে যোগবানী-আনন্দ বিহার সীমাঞ্চল এক্সপ্রেস ট্রেন, শ্রী মাতা বৈষ্ণো দেবী-বান্দ্রা স্বরাজ এক্সপ্রেস ট্রেন, বান্দ্রা-শ্রী মাতা বৈষ্ণো দেবী স্বরাজ এক্সপ্রেস ট্রেন, ফিরোজপুর-আগরতলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনগুলি সম্বন্ধে প্রচুর অভিযোগ শোনা যায়।

Indian Railways

আরো পড়ুন: ধীরুভাই আম্বানির ‘তৃতীয় পুত্র’ অনিল-মুকেশ আম্বানির মতোই কোটিপতি, দেশের খুব কম সংখ্যক মানুষই জানেন তার পরিচয়

রেকর্ড অনুযায়ী আপনি সবথেকে বেশি নোংরা ট্রেন পাবেন পূর্ব ভারতের দিকে।আনন্দ বিহার-জোগবানী সীমাঞ্চল এক্সপ্রেস, অমৃতসর ক্লোন স্পেশাল ট্রেন, আজমির-জম্মু তাভি পূজা এক্সপ্রেস ট্রেন, নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসেও এমন অনেক অভিযোগ পাওয়া গেছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বর্তমানে রেলওয়ে কর্তৃপক্ষ অন বোর্ড হাউসকিপিং সার্ভিস চালু করতে চলেছেন। এখন রেলওয়ে কর্তৃপক্ষ কোনো রকম অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে সাফাই কর্মী পাঠিয়ে দেন সেখানে।