প্রতিদিন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের গণপরিবহনের অন্য রাস্তা হল এই রেল মাধ্যম (Indian Railways)। শুধুমাত্র লোকাল ট্রেনের উপর ভরসা করে প্রতিদিন প্রায় ৫০ লক্ষের বেশি মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করছেন। লোকাল ট্রেনের (Local Train) পাশাপাশি দূরপাল্লার ট্রেনে এক স্থান থেকে অন্য স্থানে মানুষ প্রতিদিন যাতায়াত করছে কাজের সূত্রে অথবা চিকিৎসার উদ্দেশ্যে।
এই ট্রেন যাত্রার ক্ষেত্রে মহিলাদের আলাদা করে গুরুত্ব দেওয়া হয়, এটা আমরা সকলেই জানি। প্রতিটি লোকাল ট্রেনে আলাদা করে মহিলাদের জন্য কামরা সুরক্ষিত করা থাকে। সুরক্ষিতভাবে এবং নিশ্চিন্তভাবে যাতে মহিলারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে তার জন্য ব্যবস্থা করা থাকে রেলের তরফ থেকে।
আরো পড়ুন: মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স গ্রুপের বড় চমক, এবার কলকাতায় খুলতে চলেছে ব্রিটিশ রেস্তোরাঁ
এবার মহিলাদের সুরক্ষার উদ্দেশ্যে ভারতীয় রেলের তরফ থেকে লেডিস কামরায় আরো একটি নতুন নিয়ম সংযোজন করা হচ্ছে। নতুন নিয়ম কার্যকর করা হলে ঠিক রাত ন’টা বাজলেই লেডিস কামরায় আপনি সেই পরিবর্তন চোখে দেখতে পাবেন। ভারতীয় রেলের তরফ থেকে যে পরিবর্তন আনা হয়েছে সেটি হল, প্রত্যেকটি লোকাল ট্রেনে লেডিস কামড়ায় রাত নটা বাজলেই পাহারা দেবে জিআরপি।
প্রতিদিন রাত ন’টা থেকে সকাল ছয়টা পর্যন্ত লেডিস কামরায় জিআরপি মোতায়েন করা হবে শুধুমাত্র মহিলাদের সুরক্ষিত রাখার জন্য। যে সমস্ত মহিলারা রাত করে বাড়ি ফিরেন তারা যাতে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছে যেতে পারে তার জন্যই করা হয়েছে এই অবস্থা।
আরো পড়ুন: খুব শীঘ্রই ভারত পেতে চলেছে ২৪ টি নতুন বুলেট ট্রেন! জানুন কবে থেকে শুরু হবে দেশজুড়ে এই পরিষেবা?
তবে এই রাত্রিকালীন সুযোগ-সুবিধা যে শহরে বেশি প্রয়োজন অথবা যে শহরে বেশি জনপ্রিয় সেই মুম্বাইতে সবার আগে কার্যকর করা হয়েছে। এই নিয়ম কার্যকর করার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই যাত্রীদের তরফ থেকে রেলের উদ্দেশ্যে প্রশংসা শুনতে পাওয়া যাচ্ছে। তবে এই নিয়ম মুম্বাইয়ের পাশাপাশি দিল্লিতেও সমানভাবে কার্যকর করা উচিত বলে মনে করছেন সকলেই।