ভারতের স্বাধীনতার (Independence) ৭৬ বছর পূর্তি উপলক্ষে ভারত থেকে রওনা হবে গৌরব টুরিস্ট ট্রেন(Gourav Tourist Train)। সম্প্রতি একটি সংবাদ মাধ্যম সূত্র থেকে খবর পাওয়া গেছে, আগামী ২২ আগস্ট হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে এই ট্রেন রওনা হবে। এই প্রসঙ্গে রেল একটি বিবৃতিতে জানিয়েছেন, এটি আমেদাবাদ, গুজরাটে সুরাট, পুনে মহারাষ্ট্রের মাসিক এবং শিরদি হয়ে যাবে। ট্রেন থামবে উত্তরপ্রদেশের ঝাঁসি রেল স্টেশনেও (Indian Railways) ।
সব মিলিয়ে প্রায় ৮ রাত এবং ৯ দিনের এই ট্যুর হবে। প্রথমেই এই ট্রেন দাঁড়াবে আমেদাবাদে, যেখানে পর্যটকরা পরিদর্শন করতে পারবেন সবরমতি আশ্রম, ডান্ডি কুটির এবং অক্ষরধাম মন্দির। এই স্থানে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত অনেক জিনিসই দেখতে পাবেন পর্যটকরা।
এরপর এক রাতের বিরতি নিয়ে সোজা ট্রেন চলে যাবে একতা নগর রেলস্টেশনে, সেখানে স্ট্যাচু অফ ইউনিটি দেখে যাত্রা শুরু হবে গুজরাটের উদ্দেশ্যে। এক রাত ট্রেনে থাকার পর গুজরাটের সুরাটে পৌঁছে যাবেন আপনি। সেখানে বারদৌলিতে সর্দার প্যাটেল মিউজিয়াম, ডান্ডি বিচ দেখতে পাবেন আপনি।
আরো পড়ুন: আবারো চাপ বাড়তে চলেছে আমজনতার পকেটে! LPG থেকে ক্রেডিট কার্ডের একাধিক নিয়মে আসছে বড়সড়ো বদল
এরপর পুনেতে গিয়ে আঘাত থান প্যালেসে যেতে পারবেন দর্শকরা। এখানেও মহাত্মা গান্ধীর সঙ্গে জড়িয়ে থাকা বেশ কিছু বিষয় জানতে পারবেন আপনি। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা একাধিক নিদর্শন চাক্ষুষ করতে পারবেন দর্শকরা। পুনেতে একরাত থেকে চলে যাবেন ভীম শংকর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। এই জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লঙ্গ নামে পরিচিত।
ভ্রমণের সপ্তম দিনে চলে যাবেন সিরদিতে, যেখানে দর্শন করতে পারবেন সাঁই বাবার আশ্রম। এখানে এক রাত থেকে শনি ভগবানের মন্দিরও দর্শন করতে পারবেন। এরপর ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখে সোজা চলে যাবেন বিখ্যাত ঝাঁসির দুর্গ দেখতে। সিপাহী বিদ্রোহের সময় এই দুর্গ থেকেই প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে।
এবার চলুন জেনে নেওয়া যাক এই ট্রেনটি সম্পর্কে বিস্তারিত। ট্রেনটি একটি এসি ডিলাক্স ট্রেন, যেখানে রয়েছে দুটি ডাইনিং রেস্তোর, লাইব্রেরী এবং স্নান করার সুন্দর জায়গা। থাকছি ফুট ম্যাসেজার। এসি ১, এসি ২ এবং এসি ৩ টায়ার ব্যবস্থা থাকছে। সুরক্ষার জন্য থাকবে সিসি ক্যামেরা এবং নিরাপত্তারক্ষী।
আরো পড়ুন: দুই রাজ্যের একটি স্টেশন, এক রাজ্যে রয়েছে টিকিট ঘর অন্য রাজ্যে বসেন স্টেশন মাস্টার
এবার আসি ভাড়ার কথায়। এসি থ্রি টায়ারে প্যাকেজ পড়বে ৩১,৭৩১ টাকা। টু টায়ারে প্যাকেজ মাথাপিছু খরচ পড়বে ৫৭,০১৫ টাকা। ওয়ান কেবিনের প্যাকেজ পড়বে ৬০,৮৮১ টাকা। এসি ওয়ান ক্যুপে প্যাকেজ পড়বে ৬৮,১৪৫ টাকা।
ভাড়া আন্দাজ মত একেবারে সাধ্যের মধ্যেই রয়েছে। ট্রেনের যাত্রাও ভীষণ আরামদায়ক। রেলের নির্দিষ্ট ওয়েবসাইটে খোঁজখবর নিয়ে ব্যাগ পত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন যাত্রা করতে।