লোকসভা হোক অথবা বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত হোক অথবা পৌরসভা, সব ক্ষেত্রেই একাধিক বিরোধী দল একে অপরের বিরুদ্ধে লড়াই করে চলেছে দিনরাত। কিন্তু এত কিছুর মধ্যেও একটি জিনিস আছে যা প্রত্যেক দলের(Party) নেতা-নেত্রীদের মধ্যে খুবই কমন আর সেটা হল তাদের পোশাক (Dress)। আপনি যদি কোন নেতা বা নেত্রীকে (Indian Minister) দেখেন তাহলে দেখবেন, সাধারণত কোনো দলের নেতা বা নেত্রী সাদা রঙের পোশাক পড়ে থাকেন।
কিন্তু এখন প্রশ্ন হলো? কেন নেতারা সাদা(White)রং ছাড়া অন্য কোনো রঙের পোশাক পরেন না? কেন শুধুমাত্র এই রংটিকে বেছে নেওয়া হলো? কেন বিনা দ্বিধায় প্রত্যেক নেতা-নেত্রীরা সাদা রঙকে বেছে নিয়েছেন? সাধারণত ভারতীয় নেতৃবৃন্দরা পোশাকের মাধ্যমে জাতিসত্তার প্রতিনিধিত্ব করে থাকেন। আজ আমরা জানবো কেন সাদা রং বেছে নেওয়া হয়েছে প্রতিনিধিত্ব করার জন্য?
আরো পড়ুন: মাত্র দুটি সিঙ্গারার বিনিময়ে এখন পৌঁছে যাবেন নেপাল! কীভাবে? জানুন বিস্তারিত
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গেছে, একবার কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারু একটি শিশু কল্যাণ সমিতি শিবিরে উপস্থিত হয়েছিলেন যেখানে এক শিশু তাকে জিজ্ঞাসা করে, কেন তিনি সর্বদা কাঁধে তিরঙ্গা শাল নিয়ে ঘুরে বেড়ান। এই প্রশ্নের উত্তরে ওই নেতা বলেন, সাদা পোশাক শোকের জন্য ব্যবহার হয় বলে তিনি মনে করেন।
এবার প্রশ্ন হল যদি সাদা পোশাক শোকের জন্য ব্যবহার করা হয় তাহলে কেন ভারতীয় নেতারা সবসময় সাদা পোশাক পড়ে থাকেন? আসলে স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধী যখন স্বদেশী স্লোগান দিয়েছিলেন তখন বহু মানুষ পিকেটিং করেন অর্থাৎ বিদেশী কাপড় একটি জায়গায় জড়ো করে পুড়িয়ে দেন। এরপর মহাত্মা গান্ধীর মতাদর্শ অনুসরণ করে চরকা দিয়ে তৈরি খাদি কাপড় পরতে শুরু করেন তারা।
আরো পড়ুন: জুড়বে দিল্লি চেন্নাইয়ের সঙ্গে, খুব শীঘ্রই কলকাতায় আসতে চলেছে বুলেট ট্রেন?
যেহেতু খাদি তৈরি পোশাক বেশিরভাগ ছিল সাদা তাই বেশিরভাগ নেতৃবৃন্দরা তখন সাদা রঙের পোশাক পড়তেন। এছাড়াও সাদা রঙ সত্য এবং অহিংসার প্রতীক তাই সাদা রঙকে বেছে নেওয়া হয় জনপ্রতিনিধিত্ব করার সময়।