ভ্রমণপিপাসু প্রতিটি মানুষই ট্রেনে করে ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। ভারতীয় রেলওয়ে (Indian Railways) বিশ্বের বৃহত্তম, প্রাচীন এবং ব্যস্ততম রেল নেটওয়ার্কগুলির মধ্যে একটি। দীর্ঘ যাত্রাপথ হোক অথবা কম যাত্রাপথ, রেলপথে ভ্রমণ সবসময়ই যেন সকলেরই প্রিয়। আজ আমরা আপনাদের এমন ৫টি রেলপথের কথা বলতে চলেছি, যেগুলি বিশ্বের দীর্ঘতম রেলপথের জন্য পরিচিত। এই তালিকায় ভারত রয়েছে পাঁচ নম্বরে। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে (Trans-Siberian Railway) : ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে হলো বিশ্বের বৃহত্তম রেলপথ এবং এই রেলপথটি রাশিয়ায় অবস্থিত। এই রেলপথটি রাশিয়ার রাজধানী মস্কোকে ভ্লাদিভোস্টকের সঙ্গে সংযুক্ত করেছে। এই রেলপথটি দৈর্ঘ্য হলো ৯,২৫৯ কিলোমিটার। এই রেলপথের যাত্রা শেষ করতে সময় লাগে সাত দিন।
আরো পড়ুন: ভারতের এমন এক রহস্যময় জায়গা যেখানে আজও দেখা মিলে পরী’র
টরন্টো থেকে ভ্যাঙ্কুভার (Toronto to Vancouver) : রাশিয়ার পরে আয়তনের দিক থেকে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। কানাডায় বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেলপথ অবস্থিত। এটি টরন্টোর ভ্যাঙ্কুভারের সঙ্গে সংযুক্ত। এই পথের দৈর্ঘ্য প্রায় ৪,৪৬৬ কিলোমিটার। এই পথ অতিক্রম করতে প্রায় ৪ দিন সময় লাগে। এই ট্রেন থেকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য চোখে পড়ে। এই রুটে চলা ট্রেনের সর্বনিম্ন ভাড়া ৫২৯ ডলার।
সাংহাই থেকে লাসা (Shanghai to Lhasa) : চীন দেশে বিশ্বের তৃতীয় দীর্ঘতম রেলপথ অবস্থিত, যা তিব্বতের লাসের সঙ্গে সাংহাইকে সংযুক্ত করেছে। এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৪,৩৭৩ কিলোমিটার। এই রুটে চলমান জেড১৬৪ নম্বর ট্রেনের যাত্রা শেষ করতে সময় লাগে ৪৬ ঘণ্টা ৪৪ মিনিট অর্থাৎ প্রায় দুই দিন। এটি প্রতিদিন রাত ৮টা বেজে ২ মিনিটে সাংহাই রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে এবং লাসায় পৌঁছায় এর ঠিক দুই দিন পরে ৬টা ৪৬ মিনিটে ।
সিডনি থেকে পার্থ (Sydney to Perth) : অস্ট্রেলিয়ার সিডনি থেকে পার্থ রেলপথটি এই তালিকার চার নম্বরে রয়েছে। সিডনি থেকে পার্থের সংযোগকারী এই রুটটির দৈর্ঘ্য ৪,৩৫২ কিলোমিটার। এই রুটে ইন্ডিয়ান প্যাসিফিক ট্রেন চলে, যা চার দিনে যাত্রা শেষ করে।
আরো পড়ুন: মুসলিমদের থেকে কোটি টাকার অফার পেলেও নিজের প্রাণের থেকে প্রিয় ভেড়া ছাড়তে নারাজ হিন্দু মেষপালক
ডিব্রুগড় থেকে কন্যাকুমারী (Dibrugarh to Kanyakumari) : ভারতে বিশ্বের পঞ্চম দীর্ঘতম রেলপথ অবস্থিত। এই রুট অসমের ডিব্রুগড়কে তামিলনাড়ুর কন্যাকুমারীর সঙ্গে সংযুক্ত করে। এটি রুটের দৈর্ঘ্য প্রায় ৪,২৩৭ কিলোমিটার। এই রুটে বিবেক এক্সপ্রেস চলে এবং এই ট্রেনের যাত্রা শেষ করতে সময় লাগে ৭২ ঘণ্টা।