সৌন্দর্যের দিক থেকে রেখাকেও গুনে গুনে দশে দশ গোল দেবে তার নিজেরই বোন, দেখুন ছবি গুচ্ছ

বিখ্যাত বলিউড (Bollywood) অভিনেত্রী রেখার (Rekha) সৌন্দর্য এবং অভিনয় সকল দর্শকদের মুগ্ধ করে। ৭০ বছর বয়স হওয়া সত্ত্বেও তাঁর গ্ল্যামার এখনো একইরকম বজায় রয়েছে। তবে শুধু রেখা নন, তাঁর ৬টি বোন রয়েছেন, যাঁরা তাঁর মতই সুন্দরী। আসলে, রেখার বাবা জেমিনি গনেশনের তিনটি বিয়ে। রেখার মা ছিলেন জেমিনি গনেশনের দ্বিতীয় স্ত্রী এবং এই দ্বিতীয় পক্ষে জেমিনির দুই কন্যা সন্তান রয়েছেন, যথাক্রমে রেখা এবং রাধা গনেশন (Radha Ganesan)

Rekha
তামিল সুপারস্টার জেমিনির (Gemini Ganesan) প্রথম পক্ষের ৪ কন্যা সন্তান রয়েছেন এবং তৃতীয় পক্ষ থেকে তাঁর একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। রেখা কখনো তাঁর বাবা জেমিনি গনেশনের থেকে মেয়ের স্বীকৃতি পাননি। রাধা ছাড়াও রেখার অন্য পাঁচ বোনের নাম রেবতী স্বামীনাথন, কমলা সেলভারাজ, জয়া শ্রীধর, নারায়ণী গনেশন, বিজয়া চামুন্ডেশ্বরী এবং তাঁদের একমাত্র ভাই হলেন সতীশ কুমার। আজ আমরা রেখার ছোট বোন রাধার সম্পর্কে বলতে চলেছি।

আরো পড়ুন: বিরাট কোহলি বনাম মা দুর্গা, এবার পুজোয় কাকে জেতাবে বাঙালিরা?

Bollywood Actress Rekha
সৌন্দর্য্যের দিক থেকে দিদির থেকে কোনো অংশে কম নন তিনি। দিদির মত তিনিও কম বয়সে অভিনয় জগতে পদার্পণ করেছিলেন। রাধা গনেশন ছিলেন তৎকালীন সময়ের একজন নামী মডেল এবং অভিনেত্রী। তৎকালীন অনেক নামী ম্যাগাজিনে তাঁর ছবিও বেরিয়েছে এবং তিনি বেশ কিছু তামিল সিনেমাতেও অভিনয় করেছিলেন। সুত্রানুযায়ী, রাজ কাপুরের ‘ববি’ (Bobby) নামক সিনেমাতে রাধার নায়িকা হিসেবে অভিনয় করার কথা ছিল।

Radha Rekha Sister
এমনকি, অভিনেতা ঋষি কাপুরের (Rishi Kapoor) নায়িকা হিসেবেও নির্মাতাদের রেখার বোনকেই পছন্দ ছিল, কিন্তু কোনো কারণবশত তা সম্পূর্ণতা পায়নি। সেই সুযোগ রাধার পরিবর্তে ডিম্পল কাপাডিয়া পেয়ে যান। এরপর ১৯৮১ সালে রাধা তাঁর ছোটবেলার বন্ধু ওসমান সাঈদকে বিয়ে করেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির নামী পরিচালক এস এম আব্বাসের ছেলে হলেন ওসমান।

আরো পড়ুন: টেলিভিশনে ফিরতে চলেছে রামানন্দ সাগরের রামায়ণ! কবে,কোথায় হবে সম্প্রসারিত? জানুন বিস্তারিত

বিয়ের পর রাধা তাঁর স্বামীর সঙ্গে ভারত ছেড়ে চলে যান আমেরিকাতে এবং সেখানেই তিনি দুই সন্তানের জন্ম দেন। রেখা খুব ভালবাসেন রাধার দুই ছেলেকে। বহু আগেই রাধা গ্ল্যামার জগৎ ছেড়েছেন। বর্তমানে রাধা লাইমলাইট থেকে দূরে রয়েছেন। তিনি তাঁর স্বামী, দুই ছেলে এবং ছেলের বউদের নিয়ে সুখে সংসার করছেন। অভিনয় ছেড়ে সংসার জীবনটাই বেছে নিয়েছেন রেখার বোন রাধা।