বিদেশ যাত্রা (Foreign Tour)নিয়ে আমরা সকলেই স্বপ্ন দেখি কিন্তু কখনো তা সম্ভব হয় না তাই সোশ্যাল মিডিয়ার (Social Media)পর্দায় বিদেশের ছবি বা ভিডিও দেখে নিজের মনকে শান্ত করি। ওই দুধের স্বাদ ঘোলে মেটানো হয় আরকি। কিন্তু আজ যদি আপনাকে বলি আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন তাও আবার একটি ঝাল মুড়ি অথবা দুটি সিঙ্গারার দামের বিনিময়ে, তাহলে কেমন হয়।
ঠিকই শুনেছেন এখন মাত্র দুটি সিঙ্গারার দাম দিলেই আপনি হিমালয়ের কোলের একটি দেশে পা রাখতে পারবেন। গতবছর বিহারের জয়নগর থেকে নেপালের কুড়তা পর্যন্ত একটি রেল পরিষেবা চালু হয়েছিল যা খুব কম অর্থের বিনিময়ে আপনাকে নিয়ে যাবে নেপালে। অবাক হয়ে যাবেন এই ট্রেনে যাত্রীদের মাত্র ২০ টাকার বিনিময়ে নেপাল(Nepal)অব্দি নিয়ে যাওয়া হয়।
এই ট্রেনটির দায়িত্বে রয়েছে পূর্ব এবং মধ্য রেল। বর্তমানে পাঁচ বগীর এই ট্রেন চালানো হচ্ছে যেখানে রয়েছে ৩৫৮ টি আসন। এর মধ্যে ১১২ টি এয়ারকন্ডিশন সিট। ট্রেনটি ডিজেল চালিত ইঞ্জিনের দ্বারা পরিচালিত।নেপাল পর্যন্ত এই ট্রেনের দুই ধরনের ভাড়া রয়েছে যার মধ্যে দ্বিতীয় শ্রেণীতে যাত্রা করলে আপনাকে দিতে হবে ২০ টাকা, নন এসি কামরা গুলির ভাড়া ৯০ টাকা, এসি কামরার ভাড়া ৪০০ টাকা। অর্থাৎ ৫০০ টাকার মধ্যেই আপনি ভারত থেকে নেপালে যাত্রা করতে পারেন।
প্রসঙ্গত, এই রুটের ট্রেন চালু হয়েছিল ব্রিটিশ আমলে ১৯৩৭ সালে। কিন্তু ২০০১ সালে নেপালে প্রবল বন্যার কারণে এই রুট বন্ধ করে দেওয়া হয় যা ফের ২১ বছর পরে চালু হয়। ২০২২ সালে এই রুটের ট্রেন উদ্বোধন করেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।দিনে দুবার জয়নগর থেকে নেপাল পর্যন্ত যাতায়াত করে এই ট্রেন। সকালের দিকে যাত্রী নিয়ে নেপালের উদ্দেশ্যে রওনা হয় আবার দুপুরের মধ্যে ফিরে আসে সেটি। পুনরায় বিকেলের দিকে নেপালের উদ্দেশ্যে রওনা হয় এবং ফেরে রাতে।
আরো পড়ুন: পাইলটের পোশাক পরিহিত এই ছোট্ট মেয়েটি আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, দেখুন তো চিনতে পারছেন কিনা
প্রায় ৩৫ কিলোমিটারের এই যাত্রা পথে আপনি পাবেন ৮টি স্টেশন। ছোট বড় মিলিয়ে ১৪২ টি সেতু পাবেন যাত্রাপথে।যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অনলাইন টিকিট কাটার ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ যার ফলে কত এক বছরে যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে গেছে বলে জানানো হয়েছে রেলে তরফ থেকে।