পশ্চিমবঙ্গ(West Bengal)সহ সারা ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে মানুষ নিজের রুজি রোজগারের জন্য ঠিক কি করবে বুঝে উঠতে পারছে না। এখন facebook instagram এই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবসা করে বা অন্য উপায়ে নিজেদের উপার্জন করার চেষ্টা করছেন একটা বড় সংখ্যক মানুষ। কিন্তু এবার সেই দিন শেষ হতে চলেছে কারণ পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে চাকরিপ্রার্থীদের জন্য বড় একটি সুখবর আসতে চলেছে।
আপনার যদি সামান্য কিছু যোগ্যতা থাকে তাহলেই আপনি পেয়ে যাবেন মাসিক ২২ হাজার টাকা চাকরি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে জানানো হয়েছে, ৪৮০ জনকে সাব ইন্সপেক্টর গ্রেড 3 পদে নিয়োগ করা হবে।
আরো পড়ুন: মহাকাশে পাঠানো হয়েছে ১৩৬ টি গাছের বীজ, সত্যিই কী মহাকাশে চাষের জন্য বড়সড় পরিকল্পনা করছে ড্রাগনের দেশ চীন
এই পদ নিয়োগ করা হবে খাদ্য এবং সরবরাহ বিভাগে। প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে সরকার এই নিয়োগকার্য করবে। যদি আপনিও ইচ্ছুক হন তাহলে আবেদন করতে পারেন http://wbpsc.in এই ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত ২৩ আগস্ট থেকে। আবেদন করার শেষ তারিখ ২০ সেপ্টেম্বর। যে সমস্ত ব্যক্তি মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন এই পদের জন্য।
এই পদে আবেদন করতে গেলে প্রার্থীকে বাংলায় বলতে জানতে হবে, বুঝতে হবে এবং বাংলায় লিখতে জানতে হবে। বেতন ২২ হাজার ৭০০ টাকা থেকে শুরু করে ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত হবে। প্রথমে লিখিত পরীক্ষায় পাস হতে হবে চাকরিপ্রার্থীকে এবং লিখিত পরীক্ষায় পাস করার পর ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।
আবেদনমূল্যে বাবদ জমা করতে হবে ১০০ টাকা। তবে যদি আপনি এসসি/এসডি/পিডব্লিউডি প্রার্থী হন সে ক্ষেত্রে কোন আবেদন মূল্য লাগবে না। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আরো পড়ুন: কখনো কী ভেবে দেখেছেন বিশ্বের দ্রুততম গাড়ি-বাইক-উড়ানের চেয়ে কত গুণ বেশি চন্দ্রযান ৩-এর গতিবেগ?
এবার জানুন কিভাবে আবেদন করতে হবে আপনাকে। আবেদন করার জন্য প্রথমেই যেতে হবে http://wbpsc.gov.in ডাবলুবিপিএসসি-র ওয়েবসাইটে। এরপর হোম পেজে ক্লিক করে যেতে হবে “Current Application” অপশনে। এখানে ক্লিক করলেই খুলে যাবে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং সরবরাহ বিভাগের অধীনে অধস্থন খাদ্য এবং সরবরাহ পরিষেবা, গ্রেড-৩ সাব ইন্সপেক্টর পদের জন্য অনলাইন আবেদন করার বিজ্ঞপ্তি।
এই অপশনে ক্লিক করে নিজের নাম বয়স যোগ্যতা সহ সমস্ত তথ্য প্রদান করে ফর্ম ফিলাপ করতে হবে। এবার নিজের ছবি এবং স্ক্যান করা স্বাক্ষর আপলোড করে অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করে দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন পত্র জমা পড়ে যাবে। এরপর পরীক্ষার তারিখ বা স্থান আপনার ফোনে চলে আসবে সময় মত।