পশ্চিমবঙ্গের সূরা(Liquor) প্রেমীদের জন্য এক বড় ঘোষনা। ইতিমধ্যেই বছর বছর আমাদের রাজ্য নতুন রেকর্ড গড়ে চলেছে মদ বিক্রিতে।রাজ্যে বিভিন্ন ধরনের মদ(Liquor) পাওয়া যায় যেমন ভদকা বিয়ার হুইস্কি ইত্যাদি। তাদের চাহিদাও তুঙ্গে বলা যায়। রাজ্য সরকারের রাজস্বের একটা বড় অংশই আসে এই মদ(Liquor) বিক্রির থেকে কিন্তু এই মদ(Liquor) বিক্রি এবং কেনার ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু নিয়ম।
আরো পড়ুন: কড়া প্রতিযোগিতার মুখে IRCTC, এবার থেকে রেলের টিকিট বুকিং করবে আদানির কোম্পানি
কত পরিমান মদ (Liquor) কিনতে পারবেন মানুষ এবং বাড়িতে মজুত রাখতে পারবে তার জন্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট ১৯০৯। যার জেরে শাস্তিও দিতে পারে রাজ্য সরকার। আসুন জেনে নেওয়া যাক সেই নিয়ম সম্পর্কে দু-চার কথা। প্রথমত পশ্চিমবঙ্গে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি মানুষ মদ (Liquor) কিনতে এবং বাড়িতে রাখতে পারবে না। যদি কারোর বয়স ২১ বছরের বেশি হয়, তবেই সে মদ নিজের কাছে রাখতে পারবে।
শুধুমাত্র পশ্চিমবঙ্গ(West Bengal) নয় পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্যে রয়েছে এই ধরনের নানার নিয়ম রয়েছে এবং সেই আইন অমান্য করলে সমস্যায় জড়িয়ে পড়তে পারে মানুষ। কতটুকু পরিমাণ মদ একজন ব্যক্তি কিনতে পারবেন আসুন জানা যাক। রাজ্য সরকারের যে নিয়ম রয়েছে তাতে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬ বোতল মদ(Liquor) সঞ্চয় করে রাখতে পারবে। প্রতিটি বোতলের পরিমাণ হবে ৭৫০ মিলিটার অর্থাৎ একজন মানুষ সর্বোচ্চ ৪.৫ লিটার মদ নিজের কাছে মজুত রাখতে পারবে। তবে বিয়ারের বোতলের ক্ষেত্রে রয়েছে কিছু ছাড়, যেমন লাইসেন্স ছাড়া ১৮টি বোতল কিনে নিজের কাছে রাখা যায়।
আরো পড়ুন: ভারতেও তৈরি হবে স্মার্ট সিটি, বড় পদক্ষেপ নিলেন মুকেশ আম্বানি
রাজ্যের বাইরে দিল্লিতে(Delhi) আবগারি পলিসি অনুযায়ী ১৮ লিটার মদ(Liquor) মজুত রাখতে পারবে একজন ব্যক্তি এবং নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে ১ লিটার মদ নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। এবার আসা যাক নিয়ম ভঙ্গের বিষয়ে: ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট ১৯০৯ অনুযায়ী যদি নিয়ম ভঙ্গ করা হয় সেক্ষেত্রে ব্যক্তির জেল এবং জরিমানা দুটিই হয়। সর্বোচ্চ তিন বছরের জেলও হতে পারে। এই বিষয়টি দেখাশোনা করে পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর। তাই আগামী দিনে মদ কেনা ও মজুত রাখার ক্ষেত্রে নিয়ম অবশ্যই মেনে চলুন।